শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মানবাধিকার লঙ্ঘন থামছে না

নেত্রকোনা প্রতিনিধি

মানবাধিকার লঙ্ঘন থামছে না

আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, দেশে মানবাধিকার লঙ্ঘন যে একেবারে কমে গেছে তা নয়। এখনো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তবে মানবাধিকার সম্পর্কে এখন সচেতনতা অনেক বেড়েছে। গণমাধ্যমও অনেক সচেতন হয়েছে; যার ফলে আমরা সংবাদগুলো দ্রুত পাচ্ছি। কিন্তু এ কথা বলে সান্ত্বনা নেওয়ার অবকাশ নেই। দেশে এখনো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। হয়তো এর মাত্রা এখনো তেমনভাবে কমেনি। কমানোর জন্য যেসব উদ্যোগ বা কাজ রয়েছে সেগুলো বজায় রাখতে হবে। আর সেগুলোর মধ্যে নাটক অন্যতম। গতকাল বিকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুই দিনব্যাপী ১৭তম মানবাধিকার নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘নাটকে নাটকে হোক প্রতিবাদ’ এ স্লোগান নিয়ে দুই দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ নেত্রকোনা জেলা শাখা। গতকাল বিকাল ৪টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাডভোকেট সুলতানা কামাল। পরে উৎসব প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে মিলিত হয়। এরপর নৃত্য দিয়ে পরবর্তী আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী দিনে জেলা সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট সুলতানা কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, অতিরিক্ত পুলিশ সুপার খান আবু নাসের, নাট্য ব্যক্তিত্ব আলী আহমদ, শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, আসকের মোতাহার আকন্দ প্রমুখ। পরে এবারের গুণীজন সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিমল চন্দ্র চক্রবর্তীকে।

সর্বশেষ খবর