শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সাভারে এমপির সভায় আওয়ামী লীগ নেতাদের মারধর

সাভার প্রতিনিধি

সাভারে এমপির বাড়িতে আয়োজিত আওয়ামী লীগের এক সভায় হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। এতে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল দুপুরে সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের তালবাগ এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, জেলহত্যা দিবস উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল দুপুরে এমপির বাড়িতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর এক পর্যায়ে সাভার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হায়দার আলী তার বক্তব্য শুরু করেন। এ সময় উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক রাজীবের নেতৃত্বে সাভার থানা ছাত্রলীগ নেতা-কর্মীরা হায়দারের বক্তব্যের সময় তাকে ব্যঙ্গ করে বিভিন্ন ভাষায় স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাজীবের নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা চেয়ার ভাঙচুর শুরু করে ও হায়দারের ওপর হামলা চালায়। এ সময় হায়দার আলীর সমর্থকরাও পাল্টা হামলা চালালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সাভার উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক হায়দার আলীসহ আওয়ামী লীগের ১০ জন নেতা-কর্মী আহত হন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী জানান, সাভার উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের পর থেকেই সাধারণ সম্পাদক আলী হায়দার ও যুগ্ম সাধারণ সম্পাদক রাজীবের মধ্যে বিরোধ চলে আসছিল। এ কারণেই পূর্ব পরিকল্পিতভাবে রাজীবের নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা হায়দারের প্রাণ নাশের জন্য হামলা চালায়। এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান দুই গ্রুপের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর