শিরোনাম
রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাকা মুজাহিদের রিভিউ শুনানি কাল

রিভিউ আবেদন

নিজস্ব প্রতিবেদক

সাকা মুজাহিদের রিভিউ শুনানি কাল

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের ওপরে আগামীকাল সোমবার শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির তারিখ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ অক্টোবর আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ দিন ধার্য করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। সাকা চৌধুরীর রিভিউ আবেদনের সঙ্গে তার পক্ষে পাঁচ পাকিস্তানিসহ আটজনের সাফাই সাক্ষ্যগ্রহণের জন্য আসামিপক্ষ যে আবেদন করেছে সেই আবেদনও আপিল বিভাগে যাবে বলে ইতিমধ্যে এই বিএনপি নেতার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন  জানিয়েছেন। সাকা ও মুজাহিদের রিভিউ আবেদনের নিষ্পত্তির পরেই আসবে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রসঙ্গ। রিভিউ খারিজ হলে তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদনের সুযোগ পাবেন। ১৪ অক্টোবর সাকা চৌধুরী ও মুজাহিদ মৃত্যুদণ্ড রিভিউ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। পরদিন দ্রুত রিভিউ শুনানির তারিখ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। ৩০ সেপ্টেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন আদালত।

সর্বশেষ খবর