রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আওয়ামী লীগকে ঘর সামলানোর পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগকে ঘর সামলানোর পরামর্শ

আওয়ামী লীগকে নিজেদের ঘর সামলানোর পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ক্ষমতাসীন দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমতা যত দিন আছে, ততদিন মনে হবে সবকিছু ঠিক আছে। কিন্তু ভেতরে ভিতরে কত দূর যে ক্ষয় হয়ে যাচ্ছে, এটা তাদের বোঝা উচিত। কাজেই বিএনপির কেউ দল ত্যাগ করায় আনন্দিত না হয়ে নিজ দলের চিন্তা করা উচিত। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি। এ সময় আয়োজক সংগঠনের মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, সদস্য সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পদত্যাগের পর আওয়ামী লীগ নেতাদের নানা ধরনের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, শমসের মবিন চৌধুরী রাজনীতি থেকে অবসর নিয়েছেন, বিএনপি থেকে নয়। তিনি অন্য দলে যাবেন না। সরকার তাকে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে জেলে আটক রেখেছিল। তিনি অসুস্থ। তার পাসপোর্ট আটকে রাখা হয়েছে। সরকার তাকে চাপ প্রয়োগ করেছে। সিজনাল পলিটিশিয়ান’ হওয়ায় তিনি চাপ সামলাতে না পেরে রাজনীতি ছাড়ার এ ঘোষণা দিয়েছেন। তবে তার এই পদত্যাগ নিয়ে আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়াচ্ছে। স্বাস্থ্যগত কারণে শমসের মবিন রাজনীতি থেকে অবসর নিয়েছেন। এতে আওয়ামী লীগের আনন্দিত হওয়ার কোনো কারণ দেখি না। ‘বিএনপির আরও অনেক নেতা দল ছাড়তে পারেন’ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, যারা যা ভাবে, সেটাই তারা বলতে পছন্দ করে। এটা যদি আওয়ামী লীগ নেতাদের স্বপ্ন হয়, তাহলে আমি বলব সেটা দুঃস্বপ্ন। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে আওয়ামী লীগ নেতারা এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। বিএনপি ভাঙছে বলে সরকারি দলের নেতারা যে বক্তব্য দিচ্ছেন তা তাদের দিবাস্বপ্ন। খালেদা জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন’Ñ আওয়ামী লীগ নেতাদের এমন অভিযোগ সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন।

সর্বশেষ খবর