বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জানুয়ারি থেকে নতুন স্কেলে বেতন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি থেকে নতুন স্কেলে বেতন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী পহেলা জানুয়ারি থেকে সরকারি চাকুরেরা নতুন স্কেলে বেতন পাবেন। পাশাপাশি চলতি বছরের জুলাইয়ের পর যেসব কর্মকর্তাকে সিলেকশন গ্রেড দেওয়া হয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের পর এদের কাউকেই কোনো অর্থ ফেরত দিতে হবে না। এটি তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা। এ জন্য তারা তা ভোগ করবেন। তবে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারির পর সবকিছু নতুন নিয়মে চলবে। গতকাল সচিবালয়ে নিজ দফতরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম এ হামিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, অষ্টম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হওয়ার আগে যেসব ক্যাডার সিলেকশন গ্রেড ও টাইম-স্কেল পেয়েছেন, তাদের এ সুবিধা বহাল রাখা হবে। এটি বাতিল করা হবে না। প্রজ্ঞাপন জারির আগে বাকি ক্যাডাররা সিলেকশন গ্রেড ও টাইম-স্কেল নিয়ে নিতে পারেন। তিনি বলেন, এবারের বেতন-স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম-স্কেল থাকছে না। এটি একেবারে উঠিয়ে দেওয়া হচ্ছে। এর আর প্রয়োজন পড়বে না। এ জন্য প্রশাসনের কোনো পর্যায়ে কোনো নেতিবাচক প্রভাবও পড়বে না বলে মনে করেন তিনি। বৈঠকে অর্থমন্ত্রীর কাছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিনিধিরা আট দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলোÑঅষ্টম জাতীয় বেতন-স্কেলের ধাপ ২০টির পরিবর্তে ১৫ থেকে ১৬টিতে নির্ধারণ করা। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য চার বছর চাকরি পূর্তির পর সিলেকশন গ্রেড এবং ৮, ১২, ১৫ বছর চাকরি পূর্তির পর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টাইম-স্কেল প্রদান করা। পদোন্নতির সুযোগ সৃষ্টির লক্ষ্যে পাঁচ বছর চাকরি পূর্তিতে নির্বাহী প্রকৌশলী বা সমমানের পদে, আট বছর চাকরি পূর্তিতে উপবিভাগীয় প্রকৌশলী পদে, ১৫ বছর চাকরি পূর্তিতে নির্বাহী প্রকৌশলী পদে, ২০ বছর চাকরি পূর্তিতে তও্বাবধায়ক প্রকৌশলী পদে এবং ২৫ বছর চাকরি পূর্তিতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে বেতন-স্কেল প্রদান বা পদোন্নতির বিধান রাখা। তাদের এসব দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়েই নতুন পে-স্কেল ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ খবর