বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিচারহীনতার সংস্কৃতির কারণেই সন্ত্রাস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিচারহীনতার সংস্কৃতির কারণেই সন্ত্রাস

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজ সন্ত্রাস বাড়ছে। সমাজে সম্প্রীতি নেই বলেই গণতন্ত্র ও সুশাসন নেই। গতকাল বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়ের মাহাবুবুল হুদা সম্মেলন কক্ষে হাঙ্গার প্রজেক্টের পিস প্রেসার গ্রুপ আয়োজিত সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শিষ্টাচার ও সহনশীলতার অভাব প্রকট। ফলে একে অপরকে নিশ্চিহ্ন করার অপচেষ্টায় লিপ্ত। যার সম্ভাব্য পরিণতি অত্যন্ত ভয়াবহ। সুজনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম শিবলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ মুসা, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি মো. জিল­ুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা নিশাত, হাঙ্গার প্রজেক্টের ব্রাহ্মণবাড়িয়া শাখার পিস প্রেসার গ্রুপের অ্যাম্বাসেডর গোলাম মহিউদ্দিন খান খোকন প্রমুখ।

সর্বশেষ খবর