শিরোনাম
সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চেয়ারম্যান পেটালেন উপমন্ত্রী জয়

ময়মনসিংহ প্রতিনিধি

আকস্মিক হট্টগোলে পণ্ড হয়ে গেছে নেত্রকোনা কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন। আর এ বিশৃঙ্খলার কেন্দ্রে ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। তিনি পছন্দের নেতৃত্বের বিরোধিতা করায় স্থানীয় চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের মারধর করেছেন। এ অবস্থায় হাতাহাতি ও সংঘর্ষে সম্মেলন পণ্ড হয়ে যায়। কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি আমজাদ হোসেন বলেন, ‘মন্ত্রী নিজে আমাকে মেরেছেন। তার চাচাতো ভাই আবুল বাশারকে সভাপতি প্রার্থী করা হয়েছে। সম্মেলনে বাশার ফেল করবেন বলেই এ আক্রমণ।’ নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু এ ঘটনা প্রসঙ্গে বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’ অভিযোগ সম্পর্কে জানতে উপমন্ত্রী আরিফ খান জয় ও তার বড় ভাই নুর খান মিঠুকে বারবার ফোন করলেও তারা মোবাইল ফোন রিসিভ করেননি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান বলেন, ‘এ বিষয়ে আমি কি বলব? উপস্থিত সবাই দেখেছে। যে ঘটনাটি ঘটেছে এটা দুঃখজনক। জয় সাহেব এখানে উপস্থিত ছিলেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি এর চাইতে বেশি কিছু বলতে চাই না। তবে এ বিষয়টি নিয়ে আমরা দলীয় ফোরামে কথা বলব।’

সর্বশেষ খবর