বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আইএস ধ্বংসে মরিয়া ফ্রান্স

প্রয়োজনে সংবিধান পরিবর্তন

প্রতিদিন ডেস্ক

ফ্রান্সেই হোক আর অন্য কোনো দেশে হোক, প্যারিসে হামলার পর ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের গুঁড়িয়ে দিতে সংকল্পবদ্ধ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি একই সঙ্গে ঘোষণা করেছেন, ফ্রান্সে এখন যুদ্ধাবস্থা চলছে। ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ সোমবার রাতে ফ্রান্সের পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দেন। এতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসকে তারা ধ্বংস করে দেবেন। শুক্রবার প্যারিসে হামলার পর সোমবার থেকে সিরিয়ায় ফরাসি যুদ্ধবিমান থেকে সিরিয়ায় আইএসের অন্যতম প্রধান আস্তানায় হামলা চালানো হয়েছে। ফ্রান্সেই জঙ্গিদের খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে ফরাসি পুলিশ। পাশের দেশ বেলজিয়ামেও চলছে তল্লাশি। পার্লামেন্টে ওলাঁদ বলেন, ‘ফ্রান্স এখন যুদ্ধাবস্থায়। সুতরাং আমরা যুদ্ধ শুরু করে দিয়েছি এবং এটি জঙ্গিদের বিরুদ্ধে।’ আর এ লড়াই কার্যকর করে তুলতে জরুরি ভিত্তিতে দেশের সংবিধান সংশোধনে পার্লামেন্টের সহযোগিতা কামনা করেছেন তিনি। এ জন্য কাউকে সন্দেহ হলেই সেনাবাহিনীকে গ্রেফতারের অধিকার দেওয়ার বিষয়েও তিনি পক্ষপাতী। দেশের নিরাপত্তা বাড়ানোর জন্য আরও দুই হাজার অতিরিক্ত পুলিশ নিয়োগ এবং জরুরী অবস্থা তিন মাস বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, তার দেশের যেসব নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ রয়েছে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া যায় কি না, বা তাদের নাগরিক অধিকারগুলো খর্ব করা যায় কি না, সে বিষয়টিও ভেবে দেখা উচিত। ওলাঁদ বলেছেন, গোটা বিশ্ব থেকে আইএসকে নির্মূল করতে আশু কী কী করণীয়, এ জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ­ক্ষাদিমির পুতিনের সঙ্গে দিন কয়েকের মধ্যেই কথা বলবেন। তার ভাষ্য, ‘আইএস জঙ্গিরা প্রজাতন্ত্রগুলোকে ধ্বংস করতে চাইছে। কিন্তু প্রজাতন্ত্রের শক্তি অনেক বেশি। সেই শক্তির কাছে জঙ্গিরাই শেষ হয়ে যাবে।’

শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে আইএসের সন্ত্রাসী হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়।

ফ্রান্সে সাড়ে ১০ হাজার কট্টরপন্থি : ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস বলেছেন, তার দেশে অন্তত সাড়ে ১০ হাজার কট্টরপন্থি আছেন। গোয়েন্দারা সারা দেশে এই কট্টরপন্থিদের শনাক্ত করেছে। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর