বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ট্যানারি স্থানান্তর না হলে প্লট বরাদ্দ বাতিল : আমু

নিজস্ব প্রতিবেদক

ট্যানারি স্থানান্তর না হলে প্লট বরাদ্দ বাতিল : আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্পকারখানা সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তর না করতে পারলে প্লটের বরাদ্দ বাতিল করা হবে। শুধু তাই নয়, পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক ওই ট্যানারিগুলোতে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ  সব ধরনের ইউটিলিটি সার্ভিসও বন্ধ করে দেওয়া হবে। গতকাল শিল্প মন্ত্রণালয়ে ট্যানারি শিল্প মালিকদের সঙ্গে এক যৌথসভা শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। আমু বলেন, বৃষ্টি, হরতাল-অবরোধ, নাশকতা ইত্যাদি কারণে শিল্পনগরীর নির্মাণ কাজের অগ্রগতি হয়নি। ৩১ ডিসেম্বরের মধ্যে সিইটিপি (কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার) কাজ সমাপ্ত হবে। এ সময়ের মধ্যে ১০০ ট্যানারি শিল্পকারখানা সাভারে স্থানান্তরের টার্গেট রয়েছে।  যৌথসভায় শিল্প সচিব মোশাররফ হোসেন ভূইয়া, বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খান, বাংলাদেশ ফিনিস লেদার, লেদার গুডস্ অ্যান্ড ফুট ওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম আবু তাহের, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) চেয়ারম্যান মো. শাহিন আহমেদসহ সব মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর