বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইউপি চেয়ারম্যানকে মারপিট

উপমন্ত্রী জয়কে ঢাকায় তলব

ময়মনসিংহ প্রতিনিধি

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে তলব করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। একই সঙ্গে নেত্রকোনা জেলা এবং সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককেও ঢাকায় তলব করা হয়েছে। রবিবার নেত্রকোনার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন সম্মেলনে উপমন্ত্রী কর্তৃক চেয়ারম্যানকে মারধরের ঘটনায় আজ এমপি হোস্টেলের অফিসে তাদের নিয়ে বসতে যাচ্ছেন দলের শীর্ষ নেতারা। দলের স্থানীয় ও কেন্দ্রীয় সূত্র  বিষয়টি নিশ্চিত করেছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, উদ্ভ‚ত পরিস্থিতি যাতে আর না হয় তাই তাদের সঙ্গে কথা বলতে ঢাকায় ডাকা হয়েছে। স্থানীয় ও কেন্দ্রীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম বজলুল কাদের শাহজাহান, সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। সূত্রটি জানায়, বৈঠকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার সম্পাদক অসীম কুমার উকিল এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম উপস্থিত থাকবেন। পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আমার এমপি হোস্টেলের অফিসে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নেতাদের ডাকা হয়েছে। জয়ের এমন কাণ্ডে পাঁচটি উপজেলার সম্মেলন স্থগিত হয়ে গেছে। এ উপজেলার সম্মেলন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এ জন্যই তাদের ডাকা হয়েছে। নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল বলেন, উপমন্ত্রীর এমন কাণ্ডেই আমাদের ডাকা হয়েছে। প্রসঙ্গত, রবিবার নেত্রকোনার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন সম্মেলনে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও তার বড় ভাই নুর খান মিঠু স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনকে মারধর করে। পরে এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সম্মেলন পণ্ড হয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর