বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাকিস্তান প্রমাণ করল, সাকা মুজাহিদ ছিলেন চর

প্রতিদিন ডেস্ক

পাকিস্তান প্রমাণ করল, সাকা মুজাহিদ ছিলেন চর

আসমা জাহাঙ্গীর

বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তান সরকারের আচরণকে দ্বৈতনীতি আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেছেন দেশটির মানবাধিকারকর্মী ও আইনজীবী আসমা জাহাঙ্গীর। বলেছেন, পাকিস্তান সরকার তাদের এ আচরণের মাধ্যমে শুধু এটাই প্রমাণ করল যে, বাংলাদেশে যাদের ফাঁসি দেওয়া হয়েছে (সাকা-মুজাহিদ) তারা আসলে ছিলেন রাজনৈতিক চর, তারা কাজ করছিলেন পাকিস্তানের স্বার্থের জন্য। সোমবার ইসলামাবাদ হাইকোর্টে আসমা জাহাঙ্গীর সাংবাদিকদের এ কথা বলেন বলে পাকিস্তানি দৈনিক ডনের খবরে বলা হয়েছে। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির কড়া সমালোচনা করেন পাকিস্তান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রথম নারী সভাপতি ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত আসমা জাহাঙ্গীর। তিনি বলেন, ইসলামাবাদের আচরণে মনে হচ্ছে, পাকিস্তানের নিজেদের নাগরিকের চেয়ে বাংলাদেশের বিরোধী দলের সদস্যদের জন্য তাদের ভালোবাসা অনেক বেশি। পাকিস্তানের সামরিক আদালতে বা সৌদি আরবে অন্যায্যভাবে কাউকে ফাঁসিতে ঝোলানো হলে সরকারকে এতটা উদ্বিগ্ন দেখা যায় না, যতটা বাংলাদেশের বিরোধী দলের দুই রাজনীতিবিদের ক্ষেত্রে দেখা গেল। আমরা আশা করি, সরকারের মধ্যে ওইসব ক্ষেত্রেও সমান আকুতি দেখতে পাব। তিনি বলেন, সরকারের এমন আবেগ একটি ব্যাপার নিশ্চিত করেছে যে, ওই দুজন (সাকা ও মুজাহিদ) বাংলাদেশে পাকিস্তানের রাজনৈতিক এজেন্ট ছিলেন এবং পাকিস্তানের জন্য কাজ করতেন। ওই দুজন বাংলাদেশি কি পাকিস্তানে বসবাসকারী নাগরিকদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কেন এবং কিসের জন্য, সরকারের এটাও পরিষ্কার করা উচিত। মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীরের বাবা মালিক গোলাম জিলানি ছিলেন পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের সহ-সভাপতি। একাত্তরের ২৫ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে জেনারেল ইয়াহিয়াকে খোলা চিঠি লেখায় তাকে কারাগারে যেতে হয়েছিল। জীবনকে হুমকির মধ্যে ঠেলে দিয়ে যেসব পাকিস্তানি সে সময় নির্যাতিত বাঙালির পক্ষে দাঁড়িয়েছিলেন তেমন ১৩ জনকে ২০১৩ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। একই বছরের ২৪ মার্চ ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বাবার পক্ষে সম্মাননা নেন আসমা আহাঙ্গীর।

সর্বশেষ খবর