বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এবার ফাঁসি নিয়ে ইমরান খানের বিষোদগার

কূটনৈতিক প্রতিবেদক

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসিকে ঘিরে বাংলাদেশের বিষোদগারে নেমেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে রাজনীতিক ইমরান খান। তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টে এ ইস্যুতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে মনগড়া ও ভ্রান্ত যুক্তি দিয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছেন। তার দলের পক্ষ থেকে পাঞ্জাবের প্রাদেশিক অ্যাসেম্বলিতে নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এ ছাড়া যুদ্ধাপরাধী সাকা চৌধুুরীর ফাঁসির রায় কার্যকর স্থগিত করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠিও লিখেছিলেন ইমরান খান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে বলেন, যে কোনো যুদ্ধ পরবর্তী সময়ে রাজনৈতিক পক্ষগুলোর সংহতির ওপর জাতিসংঘের তরফ থেকেও ক্রমাগত গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতিসংঘের সদস্য ও মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানও এ ধরনের সংহতি প্রতিষ্ঠার বিষয়ে একমত। তিনি পাকিস্তান জামায়াতে ইসলামী ও সেদেশের কিছু রাজনীতিকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে চিঠিতে বলেন, ওই সময়ে সাকা চৌধুরী লাহোরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। তাই সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে যুদ্ধাপরাধ করা সম্ভব নয়। অন্যদিকে, ফাঁসির পরবর্তী সময়ে পাকিস্তানের পররাষ্ট্র দফতর, পাকিস্তান জামায়াতে ইসলামীর জানানো প্রতিক্রিয়া গতকালও অব্যাহত ছিল। সেদেশের প্রধান গণমাধ্যম ডন’র প্রথম পাতায় পাঁচ কলামে ‘মুজিবের প্রতিজ্ঞা ভেঙেছে বাংলাদেশ’ শিরোনামে নিবন্ধ ছাপানো হয়েছে। এতে ১৯৭২ সালের সিমলা চুক্তির ভুল ব্যাখ্যার পাশাপাশি যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে বিষোদগার ও আপত্তিকর মন্তব্য করা হয়।

সর্বশেষ খবর