বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্যাংক দরিদ্রদের ক্ষমতায়নের কারখানা

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক দরিদ্রদের ক্ষমতায়নের কারখানা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়, দরিদ্রের ক্ষমতায়নের নিবেদিত কারখানা। মানুষ হচ্ছে তার আর্থিক উন্নতির সহযোগী বন্ধু। ব্যাংকের অর্থায়ন শুধু ধনীদের নয়, গরিবদেরও  করতে হবে। এক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও মানবিক হতে হবে। গতকাল বাংলা একাডেমিতে আয়োজিত পাঁচ দিনব্যাপী ব্যাংকিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. আসলাম আলম বলেন, দেশের উন্নয়ন করতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ বাড়াতে হলে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। আর বেসরকারি খাতকে এগিয়ে নিতে হলে ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে (এক অঙ্কে) নামিয়ে আনতে হবে। তাহলেই দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল প্রমুখ।

সর্বশেষ খবর