বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচনে ৮০ ভাগ সমস্যা সমাধান

নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু নির্বাচনে ৮০ ভাগ সমস্যা সমাধান

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সরকারের উদ্দেশে বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশের ৮০ ভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। এখনো সময় আছে। বিরোধী দলগুলোর সঙ্গে বসে আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধান বের করুন। গতকাল মতিঝিলে দলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। দেশে শান্তির দাবিতে চলতি বছরের ২৮ জানুয়ারি থেকে চলা অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। ফলে দীর্ঘ ৩০৮তম দিনের কর্মসূচি শেষে নিজ গৃহে ফিরে যান কাদের সিদ্দিকী। এ সময় স্ত্রী নাসরিন সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন, কবি সাযযাদ কাদির প্রমুখ উপস্থিত ছিলেন। কাদের সিদ্দিকী বলেন, দেশ যাতে ইসলামিক স্টেট (আইএস) সমস্যায় না পড়ে সে জন্য আর বসে থাকার সময় নেই। এখন জাতিকে বিভক্ত না করে ঐক্য গড়ে তুলতে হবে। কাদের সিদ্দিকী বলেন, দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রী ফিরে সংবাদ সম্মেলনে বলেছিলেন, কেউ কেউ এ দেশে আইএস আছে এটা প্রমাণের চেষ্টা করছে, যাতে বিদেশি শক্তি চাপ প্রয়োগ করতে পারে। প্রধানমন্ত্রীর উপলব্ধি আমাদের অবস্থান কর্মসূচির ফসল। তাই যার সঙ্গে আলোচনায় বসলে দেশে শান্তি আসবে তার সঙ্গেই আলোচনায় বসুন। আলোচনায় আপনাকে বসতেই হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশে আইএস নেই। অথচ পুলিশ আইএস সদস্যদের গ্রেফতার করছে ও আদালতে বিচার চলছে। আইএস থাকুক বা না থাকুক, এটা এখন বিশ্বব্যাপী বড় সমস্যা। বিএনপির উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, আপনাদের অবরোধ প্রত্যাহার করতে বলেছিলাম কিন্তু করেননি। জনগণ আপনাদের অবরোধ প্রত্যাখ্যান করেছে। এমন অবস্থা হয়েছে আপনারা অবরোধ প্রত্যাহারেরও সময় পাননি।

সর্বশেষ খবর