শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফের বই লিখে আলোচনায় মওদুদ

নিজস্ব প্রতিবেদক

ফের বই লিখে আলোচনায় মওদুদ

বই লিখে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ। ১৯৮৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল নিয়ে নিজের লেখা ‘এ্যারা অব শেখ মুজিবুর রহমান(Era of Sheikh Mujibur Rahman)  তার লেখা প্রথম বই। মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে আইনজীবীদের নিয়ে বইটির পঞ্চম সংস্করণের মোড়ক  উম্মোচন করেন তিনি। এ সময় ‘বাংলাদেশের গণতন্ত্র’ (১৯৯১-২০০৬) নামে আরও একটি নতুন বইয়ের মোড়কও উম্মোচন করেন সাবেক এই আইনমন্ত্রী। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই সদস্যের লেখা মোট বইয়ের সংখ্যা ১৪টি। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইটিতে শেখ মুজিবের সাড়ে তিন বছরের শাসনামলের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে পৃথক একটি চ্যাপ্টার রয়েছে। নতুন প্রজম্ন বইটিতে অনেক সত্য ইতিহাস জানতে পারবে বলেও জানান ব্যারিস্টার মওদুদ। ‘বাংলাদেশের গণতন্ত্র’ নামে বইটিতে দুই মেয়াদে বিএনপি সরকার ও এক মেয়াদে আওয়ামী লীগ সরকারের শাসনামলের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। বই দুটি প্রকাশ করেছে দি ইউনাইটেড প্রেস লিমিটেড (ইউপিএল) প্রকাশনী। ৩৪০ পৃষ্ঠাসংবলিত বইটির মূল্য ৫৫০ টাকা। ‘বাংলাদেশের গণতন্ত্র’ নামে বইটি ৪৯০ পৃষ্ঠার। এর মূল্য ৭৫০ টাকা। ব্যারিস্টার মওদুদের সব বই-ই প্রকাশ করেছে ইউপিএল প্রকাশনী। এ প্রসঙ্গে ব্যারিস্টার মওদুদ গত রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি বই লিখি ভবিষ্যৎ প্রজম্মর জন্য। নতুন প্রজম্মের অনেকেরই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। আমার বইগুলো পড়লে নতুন প্রজম্নসহ সবাই সত্য ইতিহাস জানতে পারবে বলে আমার বিশ্বাস।’ জানা যায়, ব্যারিস্টার মওদুদ আহমদ যখন বই লেখেন, তখন তিনি রাজনৈতিক পরিচয় ভুলে যান। একজন লেখক হিসেবে তার লেখা বইয়ে যাবতীয় গুণাগুণ প্রকাশ পায়। দলমতের ঊর্ধ্বে উঠে বই লেখেন তিনি। তার সব বই রাজনৈতিক মহলে বেশ আলোচিত-সমালোচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর