শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সন্ত্রাসের জন্য জামায়াতই দায়ী

সন্ত্রাসের জন্য জামায়াতই দায়ী

‘সাউথ এশিয়ার টেররিস্টদের গডফাদার জামায়াত, পাকিস্তান তথা জামায়াতপন্থি মওদুদীবাদীরাই বিশ্বব্যাপী সন্ত্রাসের জন্য দায়ী। দুঃখজনক হলেও সত্যি যে, এই গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা করে জিহাদের নামে সারা বিশ্বে অশান্তি ছড়িয়ে দিচ্ছে, যা ইসলাম সমর্থন করে না’- এ মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এবং চলচ্চিত্রকার-লেখক শাহরিয়ার কবির। এনআরবি

তিনি ২ ডিসেম্বর লন্ডন সময় বেলা আড়াইটায় ‘ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম’ আয়োজিত ‘টেররিস্ট ইন দ্য নেইম অব ইসলাম : বাংলাদেশ কনটেক্সট অ্যান্ড দ্য নিড ফর গ্লোবাল রেসিসটেন্স’ শীর্ষক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করছিলেন। লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক কেনেডি লেকচার থিয়েটার ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত এ সেমিনারে শাহরিয়ার কবির আরও বলেন, ‘মিসরের মুসলিম ব্রাদারহুড এবং উপমহাদেশের জামায়াতে ইসলামী তথা মওদুুদীবাদীরা বিশ্বময় ইসলামের অপব্যাখ্যা দিয়ে বর্ণবৈষম্য সৃষ্টি করছে, যা কোনো ধর্ম বা মানবতা সমর্থন করে না। বিশেষ করে উপমহাদেশে ধর্মের নামে অশান্তি সৃষ্টির জন্য এই গোষ্ঠীই দায়ী। অবিভক্ত ভারতে ১৯৪১ সালে ওহাবি মতাদর্শে বিশ্বাসী মাওলানা মওদুদী প্রতিষ্ঠা করেন জামায়াতে ইসলামী, অন্যদিকে একই আদর্শ নিয়ে ১৯২৮ সালে মিসরে গঠিত হয় মুসলিম ব্রাদারহুড।’ নিজের গবেষণালব্ধ অভিজ্ঞতার আলোকে শাহরিয়ার কবির উল্লেখ করেন, ‘অবিশ্বাস্য হলেও সত্য যে, এই মওদুদী নিজে ইসলামের নামে অশান্তি সৃষ্টি করলেও তার সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করেননি। তার ছেলের আজ এখানে আসার কথা ছিল। ভিসা জটিলতার কারণে এ সম্মেলনে উপস্থিত হতে পারেননি। তার ছেলে সাইদ হায়দার ফারুক মওদুদী আমার একটি ডকুমেন্টারিতে ইন্টারভিউ দিয়ে বলেছেন, তার (মওদুদী) লিখিত বইপত্র যেন তার সন্তানরা না পড়ে। ফারুক মওদুদী নিজেই তার পিতাকে হিপপোক্র্যাট আখ্যায়িত করেছেন।’ শাহরিয়ার কবির উল্লেখ করেন, ‘পাকিস্তানের আদালত ধর্মের অপব্যাখ্যার কারণে মওদুদীর ফাঁসির রায় দিয়েছিলেন, পরবর্তীতে সৌদির হস্তক্ষেপে মৃত্যুদণ্ড থেকে তিনি রেহাই পান। ধর্মীয় রাজনীতির কারণে সাউথ এশিয়া আজ অশান্ত। যুগ যুগ ধরে উপমহাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করে এলেও ১৯৪৭ সালে জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তি, পরবর্তীতে ১৯৭১ সালে ইসলামের নাম ব্যবহার করে বাংলাদেশে গণহত্যা সব কিছুই জামায়াতিদের দ্বারা সংঘটিত হয়েছে। সব কিছুর জন্য দায়ী ধর্মের  অপব্যাখ্যা।’ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশের মহাপরিচালক সাবেক জজ শামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘বাংলাদেশের সংবিধানে মদিনা সনদের প্রতিফলন হচ্ছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) যেভাবে সব ধর্মের মানুষের সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মদিনা রাষ্ট্র পরিচালনা করছিলেন ঠিক মদিনা সনদ অনুসারে চার মূলনীতির মাধ্যমে ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়। জামায়াতপন্থিরা ধর্মের অপব্যাখ্যা করে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাইছে।’ তিনি বলেন, ‘জঙ্গিবাদের উৎস মওদুদীপন্থিদের ভ্রান্ত শিক্ষা, রাজনীতি ও ব্যাংকিং ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

সর্বশেষ খবর