শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পূর্বাচলে ১৩০ তলা আইকন টাওয়ার হবে : পূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানীর পূর্বাচলে ১৩০ তলার আইকন টাওয়ার গড়ে তোলা হবে। সব ধরনের সুযোগ-সুবিধাসহ হোটেল, পার্ক, সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করে পূর্বাচলকে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলা হবে। গতকাল তিন দিনব্যাপী আন্তর্জাতিক পাওয়ার, সোলার, রিয়েল এস্টেট ও কন-এক্সপো প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীরবিক্রম), বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এডওয়ার্ড ডি লেইগলেসিয়া ডেল রোসাল, এফবিসিসিআই সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, পিডিবির সদস্য ইঞ্জিনিয়ার এ টি এম জাহিরুল ইসলাম মজুমদার প্রমুখ। মোশাররফ হোসেন বলেন, পূর্বাচলে আমেরিকান একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৩০ তলার আইকন টাওয়ার করার প্রস্তাব দেওয়া হয়। এ প্রস্তাব আমাদের পছন্দও হয়েছে। আশা করছি সে অনুযায়ী কাজও শুরু হবে। তারা ৬০ একর জায়গার ওপরে এ আইকন টাওয়ার তৈরি করতে চায়। গণপূর্তমন্ত্রী বলেন, আমাদের জনসংখ্যার তুলনায় জায়গা কম। তাই বহুতল ভবনের দিকে ঝুঁকতে হবে। চীনে প্রচুর জায়গা থাকলেও তারা আবাসনের ক্ষেত্রে বহুতল ভবন নির্মাণ করছে। আমাদের জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ খুবই কম। তাই সব মানুষের বাসস্থান নিশ্চিত করতে ঢাকায় কাউকে প্লট বরাদ্দ দেওয়া হবে না। প্লটের পরিবর্তে কম মূল্যে সবাইকে ফ্ল্যাট দেওয়া হবে। তিনি আরও বলেন, আমাদের এখনি পরিকল্পিত আবাসন গড়তে হবে। নতুন এমপিরা প্লট চাইছেন। কিন্তু প্লট দেওয়ার মতো পরিস্থিতি এখন নেই। সারা দেশেই জমির সংকট আছে। নাগরিকদের স্বল্প মূল্যে ফ্ল্যাট দেওয়ার জন্য কয়েকটি প্রকল্প চলছে। পূর্বাচলে ৬০ হাজার অ্যাপার্টমেন্ট তৈরি করা হচ্ছে। যেখানে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে ও সহজ কিস্তিতে টাকা পরিশোধ করে অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। ভবন তৈরিতে যেসব সরঞ্জামাদি তৈরি হচ্ছে সেগুলো যেন সাশ্রয়ী দামে ক্রেতারা কিনতে পারেন এদিকে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে উদ্যোক্তাদের।

বসুন্ধরা সিমেন্টের আকর্ষণীয় অফার : সেমস গ্লোবাল আয়োজিত প্রদর্শনীতে ১০টি দেশের উদ্যোক্তারা অংশ নিয়েছেন। স্থানীয়দের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের দর্শকরা প্রদর্শনীতে এসেছেন। প্রদর্শনীতে অংশ নেওয়া বসুন্ধরা সিমেন্টের স্টলে গিয়ে দেখা গেছে আকর্ষণীয় অফার দেওয়া হয়েছে ক্রেতাদের। স্টল কর্মীরা ভবন তৈরিতে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট হিসেবে এর গুণগত মান তুলে ধরছেন দর্শনার্থীদের কাছে। বাড়ি তৈরির বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ি নির্মাণ বিষয়ক একটি বইও আছে স্টলে। যেখানে বাড়ি নির্মাণ করতে যেসব প্রয়োজনীয় তথ্য দরকার তার সব কিছুই দেওয়া রয়েছে। মোবাইল কংক্রিট ল্যাব সম্পর্কেও জানা যাবে বিস্তারিত তথ্য। বিনামূল্যে মোবাইল কংক্রিট ল্যাবের মাধ্যমে ভোক্তারা বাড়ি নির্মাণের সার্বিক তথ্য পাবেন। এই ল্যাবের মাধ্যমে হামার, সিলিন্ডারসহ বিভিন্ন টেস্টও করতে পারেন। বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার সরোজ কুমার বড়ুয়া বলেন, বিভিন্ন উল্লেখযোগ্য সাফল্যের ধারাবাহিকতায় বসুন্ধরা সিমেন্ট পণ্যের গুণগতমান এবং সর্বাধুনিক ভিআরএম প্রযুক্তির বার্তা ভোক্তাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই প্রদর্শনীতে অংশ নিয়েছি আমরা।

সর্বশেষ খবর