মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঢাকা-সাংহাই সিরামিকসের ৬৫ কোটি টাকার ভ্যাট ফাঁকি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-সাংহাই সিরামিকস লিমিটেডের ৬৫ কোটি ৩২ লাখ টাকা ভ্যাট ফাঁকি দেওয়ার তথ্য উদ্ঘাটন করেছে সরকার। ২০১৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটির বিভিন্ন আর্থিক বিবরণী খতিয়ে এ অনিয়ম পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি মূলত ওয়াল টাইলস ও হোমোজেনস টাইলস প্রস্তুত করে দেশীয় বাজারে সরবরাহ করে। এর আগেও প্রতিষ্ঠানটি ১০ কোটি টাকা মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ফাঁকি দিয়েছে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছে ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এ প্রসঙ্গে কমিশনারেটের কমিশনার মতিউর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের ৯ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ঢাকা-সাংহাই সিরামিকস লিমিটেডের সর্বমোট ৬৫ কোটি ৩২ লাখ টাকা ভ্যাট ফাঁকি দেওয়ার তথ্য উদ্ঘাটন করেছে। এখন নিয়ম অনুযায়ী আমরা প্রতিষ্ঠানটিকে শোকজ করব। পরে বিধি মোতাবেক দু-এক দিনের মধ্যেই অনিয়মের মাধ্যমে ভ্যাট ফাঁকি দেওয়ার দায়ে মামলা করা হবে। জানা গেছে, বর্তমানে ঢাকা-সাংহাই সিরামিকস লিমিটেডের পরিবর্তিত ভ্যাট নিবন্ধন নম্বর-১৭১২১০০৪২৮২। এই ভ্যাট নম্বরের বিপরীতে ওয়াল টাইলস ও হোমোজেনস টাইলস তৈরির কাঁচামাল বা উপকরণ রেড ক্লে ও বল ক্লে ক্রয়ের তথ্য মূসক-১৬ রেজিস্টারে এন্ট্রি না করে একের পর এক আর্থিক অপরাধ করেছে ঢাকা-সাংহাই সিরামিকস। রেজিস্টারে মিথ্যা তথ্য উল্লেখ করে প্রতিষ্ঠানটি অতিরিক্ত পণ্য তৈরি করে তা বাজারে সরবরাহের মাধ্যমে ২০১৩ সালের জানুয়ারি থেকে চলতি ২০১৫ সালের জুলাই পর্যন্ত ৬৫ কোটি টাকার অধিক ভ্যাট ফাঁকি দিয়েছে। এ বিষয়ে ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের তদন্ত প্রতিবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ নভেম্বর আকস্মিকভাবে ঢাকা-সাংহাই সিরামিকস লিমিটেডের কারখানায় পরিদর্শনে যায় ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার শেখ আবু ফয়সাল মো. মুরাদের নেতৃত্বে একটি দল। তারা এ কারখানাটির শেষ প্রান্তে একটি অফিস কক্ষের সন্ধান পান। সেখানে টেবিলের ড্রয়ারে তল্লাশি চালিয়ে সঠিক কাঁচামাল ব্যবহারের বিস্তারিত তথ্য সম্বলিত বাণিজ্যিক দলিলাদির একটি ফাইল পাওয়া যায়। এই ফাইলে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুলাই পর্যন্ত তথ্য রয়েছে। একই সময়ে আরেকটি টেবিলে তল্লাশি চালিয়ে রেজিস্টার বুক পাওয়া যায়। তখন পরিদর্শক দলের সদস্যরা মূসক-১৬ রেজিস্টারে থাকা কাঁচামালের তথ্য ও ব্যবহারের তথ্যে ব্যাপক গরমিল পান। তারা তখন বিভিন্ন ধরনের কাগজপত্র জব্দ করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের সাভার বিভাগীয় দফতরে নিয়ে আসেন। ওই তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, জব্দ হওয়া কাগজপত্রে পাওয়া বাস্তব তথ্যানুযায়ী— ঢাকা-সাংহাই সিরামিকস লিমিটেডের সর্বমোট ৬৫ কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৭৩৩ টাকা ৫৮ পয়সা ভ্যাট ফাঁকি দেওয়ার তথ্য উদ্ঘাটন হয়েছে। এর মধ্যে ৩৪ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৩৪৫ টাকা ৮৭ পয়সা ভ্যাট এবং ৩০ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৩৮৭ টাকা ৭১ পয়সা সম্পূরক শুল্ককর ফাঁকি দেওয়া হয়েছে। এই রাজস্ব ফাঁকি দেওয়ার ক্ষেত্রে কাঁচামাল ব্যবহার ও পণ্য উত্পাদন কম দেখানো হয়েছে।

সর্বশেষ খবর