সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শেষ মুহূর্তে ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তান বাহিনী, তার দোসর জামায়াতে ইসলামীর তত্কালীন ছাত্র সংগঠন ছাত্রসংঘের ক্যাডারদের নিয়ে গঠিত আলবদর, আলশামস ও রাজাকাররা মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। পরাজয়ের আগ মুহূর্তে চরম প্রতিহিংসায় উন্মত্ত পাকিস্তানি সেনাদের এদেশীয় দালালরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিত্সক, আইনজীবী, প্রকৌশলী, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করে। পরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে বধ্যভূমিতে নিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়। এই ঘৃণিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেশীয় দুই শীর্ষ ঘাতক জামায়াত নেতা কাদের মোল্লা ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। দেশবাসীর প্রত্যাশা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারী বাকি যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন— অধ্যাপক মুনির চৌধুরী, ডা. আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এস এ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভীন প্রমুখ। আজ জাতি শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করবে শহীদ বুদ্ধিজীবীদের। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথক বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

কর্মসূচি : সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাবেন। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচিতে রয়েছে— আজ ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ। সকাল ৮টা ১০ মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সকাল ৮টা ৪০ মিনিটে ৩২ ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন। বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর