বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহিম ঢুকতে পারেননি বঙ্গভবনে

নিজস্ব প্রতিবেদক

মেজর জেনারেল (অব.)  সৈয়দ ইবরাহিম ঢুকতে পারেননি বঙ্গভবনে

বিজয় দিবসে আমন্ত্রণ জানিয়ে বঙ্গভবনের অনুষ্ঠানে ঢুকতে না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। তার প্রতি এ আচরণকে সব মুক্তিযোদ্ধাকে অপমানের শামিল বলে মনে করেন। জেনারেল ইবরাহিম জানান,  তিনি সময়মতোই গিয়েছিলেন। তবুও বঙ্গভবনের প্রবেশপথে দাঁড়ানো নিরাপত্তাকর্মীরা তাকে ঢুকতে দেননি। তিনি এক স্ট্যাটাসে বলেন, ‘বিজয় দিবসে একজন বীরপ্রতীককে এভাবে অপমান করাটা কি জরুরি ছিল?’ এতে তিনি আরও বলেন, ‘আমার তিনটি পরিচয় আছে। আমি একজন বীরপ্রতীক। আমি একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। আমি নিবন্ধিত একটি রাজনৈতিক দলের প্রধান। আমাকে বিজয় দিবস উপলক্ষে চিঠি দিয়ে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল। নির্দিষ্ট প্রবেশপথে যাওয়ার পর সেখানে একজন ক্যাপ্টেন আমাকে প্রধান গেট দিয়ে যেতে বলেন। এরপর আমি প্রধান গেটে চলে আসি। সেখানে অবস্থান করা আরেক সার্জেন্ট আমাকে জানান, তার কাছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) একটা তালিকা আছে। সে তালিকায় থাকা ব্যক্তিরা বঙ্গভবনে প্রবেশ করতে পারবেন না। দুঃখিত বলে আমাকে ফেরত যেতে বলা হয়।’

সর্বশেষ খবর