রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মাঠ তৈরি করতে পারেনি সরকার

নিজস্ব প্রতিবেদক

মাঠ তৈরি করতে পারেনি সরকার

লালমনিরহাট সদর পৌরসভা নির্বাচনে গতকাল ধানের শীষের মেয়র প্রার্থী আবদুল হালিমের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, নির্বাচনের সুষ্ঠু মাঠ এখনো তৈরি করতে পারেনি সরকার। তারা মুখে এক কথা বলছে, ভিতরে করছে অন্য কাজ। তিনি বলেন, নির্বাচন বর্জন করার জন্য নয়, বিএনপি মাঠে থাকার প্রত্যয় নিয়েই নির্বাচনে অংশ নিয়েছে। চারদিকে বিএনপির মেয়র প্রার্থীদের পক্ষে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। সরকার বিএনপির মেয়র প্রার্থীদের জনসমর্থন দেখে ভীত হয়ে হামলা-হুমকি ও গণগ্রেফতারের নামে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছে। মাহবুবুর রহমানের সঙ্গে এ সময় গণসংযোগে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সাবেক এমপি রইছ আহম্মেদ, হাফিজুর রহমান বাবলা, বিলকিস ইসলাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফরহাদ হোসেন আজাদ, আবদুল খালেক, অধ্যাপক আমিনুল হক, এ কে এম মমিনুল হক, অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ লিমন প্রমুখ। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে তিনি রংপুরের বদরগঞ্জ পৌরসভার বিভিন্ন পয়েন্টে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন। এ সময় জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জেনারেল মাহবুব আরও বলেন, এবারের নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরেপেক্ষভাবে অনুষ্ঠিত না হয়, তবে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে জনগণের আস্থা হারাবে। সরকার ও নির্বাচন কমিশন একই আচরণ করছে। বিএনপি আশা করে সরকারের শুভবুদ্ধির উদয় হবে।

সর্বশেষ খবর