সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাকিস্তান নেপালের চেয়ে মানব উন্নয়নে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

মানব উন্নয়ন সূচকে এগিয়েছে বাংলাদেশ। এই সূচকে এশিয়ার দেশ পাকিস্তান ও নেপালের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচক প্রতিবেদন ২০১৫-এ ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪২তম। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে ইউএনডিপি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে। ইউএনডিপির প্রতিবেদনের তথ্যমতে, নেপাল ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৪৫ ও ১৪৭। সে হিসাবে বাংলাদেশ এই দুই দেশের তুলনায় ৩ ও ৫ ধাপ আগে রয়েছে। এতে বলা হয়, গত দুই দশক ধরে মানব উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ভালো। অন্যদিকে পাকিস্তান খারাপ করছে এবং ভারতের অবস্থান বেড়ে ১৩০তম হয়েছে। যেখানে গত বছর ভারত ও পাকিস্তানের অবস্থান ছিল যথাক্রমে ১৩৫ ও ১৪৬। এই সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান সবচেয়ে ভালো। দেশটি বর্তমানে ৭৩তম অবস্থানে রয়েছে।  প্রতিবেদনে আরও বলা হয়, গত দুই দশক ধরে বাংলাদেশ বিভিন্ন খাতে প্রতি বছর ১ দশমিক ৫৫ শতাংশ হারে উন্নতি করেছে। মানুষের মৌলিক চাহিদাসহ সার্বিক গুরুত্বপূর্ণ খাতের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। পৃথিবীর ৭৩০ কোটির মধ্যে ৩২০ কোটি মানুষই কোনো না কোনো চাকরিতে নিযুক্ত। অবশিষ্ট মানুষ বিভিন্ন সেবামূলক, সৃষ্টিশীল ও স্বেচ্ছাসেবামূলক কাজ করছে। এ বছর মানব উন্নয়ন সূচকে ০ দশমিক ৬৭ পয়েন্ট নিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে নরওয়ে। এর পরের অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুর। আর সবচেয়ে নিম্নতম অবস্থানে রয়েছে নাইজার ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। অনুষ্ঠানে ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, ইউএনডিপির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হোয়ালিং জোন্স ও বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দীন মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশের অর্থনীতিসহ সার্বিক উন্নয়নে চালকের আসনে রয়েছে তৈরি পোশাক ও শ্রমিক রপ্তানি। এ ছাড়া ক্ষুদ্র উদ্যোক্তারাও দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছেন। মেজবাহ উদ্দিন বলেন, এটা আমাদের অনেক বড় অর্জন। জিডিপি প্রবৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা খাতে আমরা এগিয়ে যাচ্ছি। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। দেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, অতি দারিদ্র্য নিরসন হয়েছে। মানব উন্নয়ন প্রতিবেদন তুলে ধরে ইউএনডিপির প্রতিনিধি দলের প্রধান সেলিম জাহান বলেন, বিশ্বে আমাদের অবস্থান ১৪১ না ১৪২ এটা বড় কথা নয়, বড় কথা আমাদের সার্বিক অগ্রগতি সামনের দিকে ধাবিত হচ্ছে। আমরা ভালোভাবে সব সূচকে এগোচ্ছি। হয়তো অন্যদেশ আরও ভালো করছে। জাতি হিসেবে আমাদের সার্বিক অগ্রগতি ভালো। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি—আগামী পাঁচ বছরে মধ্য আয়ের দেশ থেকে উচ্চ মধ্যবিত্ত দেশে পরিণত হব। তিনি আরও বলেন, প্রযুক্তি খাতে আমাদের সাফল্যকে সঠিকভাবে ব্যবহার করে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক খাতে উন্নতি করতে হবে। তবে প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল হলেও চলবে না।

সর্বশেষ খবর