সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিনিয়োগে বড় বাধা ঋণে চড়া সুদ

নিজস্ব প্রতিবেদক

বিনিয়োগে বড় বাধা ঋণে চড়া সুদ

আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে বিনিয়োগের বড় বাধা ব্যাংকগুলোর উচ্চমাত্রার সুদ হার। দেশের ক্ষুদ্র বিনিয়োগকারীরা ব্যাংক থেকে তেমন সহযোগিতা পান না। দেশের অধিকাংশ ব্যাংক বেসরকারি খাতের। ব্যাংকগুলোই সুদের হার নির্ধারণ করে থাকে।

গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ‘সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক-২০১৫’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আইবিএফবি সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্লাহ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অর্থমন্ত্রী ১৪ জন সফল ক্ষুদ্র উদ্যোক্তার হাতে সম্মাননা পদক তুলে দেন। পদকপ্রাপ্তরা হলেন— মীর আল আমীন, জি এম নুর ইসলাম রনি, আবদুল হাকিম মণ্ডল, ফইজুর রহমান, রেজাউল হাসান, তনুজা রহমান, লিপি সাহা, পারভীন আকতার, ফসিয়ার রহমান, মোস্তফা খান ফিরোজ, বেলাল আহমেদ ইমরান, আশরাফুল ইসলাম, শাহেদুল ইসলাম ও আকবর হোসেন কিসমত। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সঞ্চয়পত্রের সুদ হার ঠিক না করা আমাদের (সরকার) দুর্বলতা। তবে আমরা দেশে শিল্পায়নের প্রচেষ্টা নিয়ে গর্ববোধ করতে পারি। এ ক্ষেত্রে গত ২৫ বছর আমরা ভালোভাবে কাজ করতে পেরেছি। অর্থমন্ত্রী আরও বলেন, ক্ষমতার পরিবর্তন হলে অর্থনীতি পিছিয়ে পড়ে। তারপরও আমরা গর্ববোধ করতে পারি— গত ১৫ বছর বাংলাদেশের গড় প্রবৃদ্ধির হার হয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ। আমাদের সার্বিক অর্থনীতি সফল এবং তাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পও উৎপাদন খাতে বড় ধরনের ভূমিকা রাখছে।

সর্বশেষ খবর