সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশের সম্পদে লোলুপ দৃষ্টি চক্রান্তকারীদের

—আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক

দেশের সম্পদে লোলুপ দৃষ্টি চক্রান্তকারীদের

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের সম্পদের ওপর আন্তর্জাতিক চক্রান্তকারীদের লোলুপ দৃষ্টি পড়েছে। মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশে দুর্ভোগ ও হানাহানি সৃষ্টির উদ্দেশ্যে জঙ্গিবাদের নামে আইএস আবিষ্কারের ষড়যন্ত্র চলছে। জাতীয় স্বার্থে এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় দেশপ্রেমের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল রাজধানীর বিসিআইসি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, জামাল আবদুল নাসের চৌধুরী, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল প্রমুখ। শিল্পমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের পাশাপাশি গেরিলা যুদ্ধের রূপরেখা ঘোষণা করেছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে অসাধারণ গুণাবলীর ফলে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের পর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু যখন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিকে এগিয়ে নিচ্ছিলেন, তখনই বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর অসৎ উদ্দেশ্যে তাকে সপরিবারে হত্যা করা হয়। আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘ ঘোষিত ছয়টি সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলো থেকে অনেক এগিয়ে রয়েছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এ উন্নয়ন আরও ত্বরান্বিত হতো। বঙ্গবন্ধুর চেতনার আদলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে এগিয়ে নেওয়ায় বার বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের অপচেষ্টা হয়েছে। দেশের ১৬ কোটি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আল্লাহতায়ালা শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।

সর্বশেষ খবর