সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন বেতন কাঠামোতে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চলতি বছরের ১ জুলাই থেকেই তারা এ সুবিধা পাবেন। গতকাল দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের যেসব সুবিধা রয়েছে তার সবই পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে, যাতে ১ জুলাই থেকে এমপিওভুকত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনুদান-সহায়তা নতুন বেতন স্কেলে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না হলেও পদোন্নতি বা অন্য কোনোভাবে সুবিধা দেওয়া যায় কি-না, সে বিষয়ে বেতন বৈষম্য সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিবেচনা করবে।

সর্বশেষ খবর