সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অগ্নিপরীক্ষায় আওয়ামী লীগ

কক্সবাজার প্রতিনিধি

অগ্নিপরীক্ষায় আওয়ামী লীগ

পৌর নির্বাচন আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষা মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ৩০০ বছরের ইতিহাস চুরমার করে আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচন প্রথা চালু করেছে। এ নির্বাচন তাদের জন্য অগ্নিপরীক্ষা। গতকাল বিকালে কক্সবাজার জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা জাপার আহ্বায়ক হাজী মোহাম্মদ ইলিয়াছ এমপির সভাপতিত্বে সম্মেলনে এরশাদ বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন নিয়ে জাতির প্রচুর সন্দেহ-সংশয় রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রার্থীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। প্রতিদ্বন্দ্বীদের ওপর আক্রমণ করা হচ্ছে। এ নির্বাচন নিরপেক্ষ না হলে আওয়ামী লীগের করুণ অবস্থা হবে। তবে আমরা আশা করতে পারি, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কিন্তু আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সন্দেহ আছে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, খোরশেদ আরা হক এমপি প্রমুখ। জেলা জাপার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ তারেকের পরিচালনায় এতে কেন্দ্র এবং জেলার নেতারাও বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর