শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ধর্মের ভুল ব্যাখ্যায় বিভেদ সৃষ্টি হয়

ধর্মের ভুল ব্যাখ্যায় বিভেদ সৃষ্টি হয়

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ইসলাম একটি শান্তির ধর্ম। ধর্ম মানুষকে সত্য ও সুন্দরের পথ দেখায়। আবার ধর্মের ভুল ব্যাখ্যা দ্বারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এমনকি রক্তক্ষয়ী যুদ্ধ এবং জীবনহানির অনেক ঘটনা পৃথিবীতে ঘটেছে ধর্মকে কেন্দ্র করেই। কেবল কতিপয় ধর্মান্ধ পথভ্রষ্ট উগ্রবাদির আচরণে বিশ্বজুড়ে বিশেষ করে পশ্চিমাদের দৃষ্টিতে ইসলাম ধর্ম ও মুসলমানদের  সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। গতকাল সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতির (র.) মাজারে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর দুই দিনব্যাপী মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন। তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং এর আবির্ভাব ও বিকাশ ঘটেছে মানবতার সার্বিক কল্যাণে। ইসলাম সমান গুরুত্বারোপ করে বস্তুগত, ইহজাগতিক ও পারলৌকিক বিষয়ের ওপর। ইসলামের সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বুনিয়াদ সুদৃঢ় এবং এর কর্মক্ষেত্র এত বিস্তৃত বলেই অতীতের মুসলমানদের পক্ষে সম্ভব হয়েছিল আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন তথা শিল্প, সাহিত্য, দর্শন ও সংস্কৃতির ক্ষেত্রেও এক গৌরবোজ্জ্বল ঐতিহ্য রচনার। প্রধান বিচারপতি বলেন, পশ্চিমা অনেকের কাছেই ইসলামের প্রকৃত পরিচয় অজানা। কেননা ইসলাম তাদের ঐতিহ্যগত সাংস্কৃতিক কোনো উপাদান নয়। এ অজ্ঞতার পাশাপাশি যখন কিছু কিছু মুসলমানের ইসলাম পরিপন্থি আচরণ তাদের সামনে প্রকাশ পায় এবং পশ্চিমা লোকেরা তার বিরুদ্ধে যেভাবে প্রতিক্রিয়া দেখায়, তাতে ইসলাম সম্পর্কে তাদের ভুল বোঝার মাত্রা আরও বেড়ে যায়। ইসলাম শান্তির ধর্ম। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে গুটিকয়েক লোক ধর্মের ব্যাপারে ভুল ব্যাখ্যা দেওয়ায় ইসলামের বিরুদ্ধে মানুষের একটি ভুল ধারণা পাওয়া যাচ্ছে। এখানে অনেক পণ্ডিত ব্যক্তি রয়েছেন যারা সমাজ নিয়ে চিন্তাভাবনা এবং ধর্মের ওপর আলোকপাত করেন তাদের এখনই ইসলামের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যাতে অপব্যাখ্যাকারীদের হাত থেকে ইসলাম রক্ষা পায়। এস কে সিনহা বলেন, আল্লাহর নবীগণ যেমনিভাবে মানুষকে নৈতিকভাবে সংশোধন করেছেন, তেমনিভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র পরিচালনার প্রশিক্ষণও দিয়েছেন। আমাদের এমন সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেখানে ধর্মীয় বিশ্বাস, গোত্র, বর্ণ, ধনী-দরিদ্র সবাই সমান অধিকার ভোগ করবে। আজকের এই বিশেষ দিনে সবাইকে আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে দেশ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করি। সুপ্রিমকোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি এ এফ এম আবদুর রহমান, বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ফরিদ আহমদ শিবলী, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক এ এম আমিনউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর