শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রমাণ হয়েছে আমরা নিরপেক্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রমাণ হয়েছে আমরা নিরপেক্ষ

নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে সব দলের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সবাই যখন নিরপেক্ষতার প্রশ্ন তুলছেন তখন প্রমাণ হয়, আমরা নিরপেক্ষ। আমরা সবার প্রতি আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। গতকাল ইসি সচিবালয়  থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন কাজী রকিবউদ্দীন আহমদ। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জাপা) ইসির নিরপেক্ষতা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুললে তার জবাবে সিইসি এসব কথা বলেন।

এর আগে দুপুরে আওয়ামী লীগের প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদও প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বিএনপিও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করে আসছে অনেক দিন ধরে। কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, আমরা এ ধরনের কোনো চিঠি পাইনি। কোনো চিঠিও আমরা দিচ্ছি না। কেবল এমপিদের শোকজ করেছি। তারা ক্ষমাও চেয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং রিটার্নিং কর্মকর্তাদেরও সরিয়ে নিয়েছি। কাজেই সবদিক থেকে আইনের পরিপ্রেক্ষিতেই ব্যবস্থা নিচ্ছি। তিনি প্রার্থী-সমর্থকদের উদ্দেশে বলেন, লোকের মাথায় বাড়ি দেব কেন। এ জন্য আইন-আদালত আছেন। তাই লোকের মাথায় বাড়ি দেওয়ার দরকার নেই আমাদের।

সর্বশেষ খবর