শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নির্বাচনী প্রচারে নামলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী প্রচারে নামলেন ফখরুল

পৌর নির্বাচনে প্রচারণায় নেমেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন দিনের উত্তরবঙ্গ সফরে গতকাল নীলফামারীর সৈয়দপুর ও পঞ্চগড়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির এই নেতা। আজ তিনি ঠাকুরগাঁও সদরসহ দিনাজপুরের কয়েকটি পৌরসভায় প্রচারণায় অংশ নেবেন। আগামীকাল রংপুর, বগুড়া ও সিরাজগঞ্জের কয়েকটি পৌরসভায়  প্রচারণায় অংশ নেবেন। আগামীকাল রংপুর, বগুড়া ও সিরাজগঞ্জের কয়েকটি পৌরসভায় প্রচারণায় অংশ নিয়ে ঢাকায় ফিরবেন। গতকাল রাতে পঞ্চগড় সদরে বিএনপি প্রার্থী তৌহিদুল আলমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে ভোটের ফলাফল পর্যন্ত মাঠে থাকার অনুরোধ করেন। এর আগে তিনি সৈয়দপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, মির্জা ফখরুল বলেছেন, দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। লেভেল প্লেয়িং ফিল্ড না থাকায় নির্বাচনী সহিংসতা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও গ্রেফতার করা হচ্ছে। তবে গণতন্ত্র পুনরুদ্ধার ও আন্দোলনের ‘কৌশল’ হিসাবে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে। সৈয়দপুরে বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন সরকারের পক্ষে গণসংযোগ করার আগে স্থানীয় বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ কথাগুলো বলেন। তিনি বলেন, এ সরকারের আমলে কোনো কিছুই নিরাপদ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশ দুর্নীতিতে ভরে গেছে। তাই দেশ ও জাতিকে রক্ষা করার প্রত্যয়ে আগামী দিনের আন্দোলন জোরদার করতে বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে। সৈয়দপুরে যে ব্যক্তিকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই আমজাদ হোসেন সরকার আমাদের প্রিয় ব্যক্তি। তাকে ভোট দিলে খালেদা জিয়া ও বিএনপির হাত শক্তিশালী হবে। পরে তিনি শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার, জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকারসহ নেতৃস্থানীয় নেতারা।  এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আনিছুল আরেফীন চৌধুরী, সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামান, আবদুল গফুর সরকারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

সর্বশেষ খবর