শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সংলাপ চাইলে ছাড়তে হবে পাকিস্তানি রাজনীতি : সুরঞ্জিত

সংলাপ চাইলে ছাড়তে হবে পাকিস্তানি রাজনীতি : সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, নির্বাচন নিয়ে সংলাপে বসতে চাইলে পাকিস্তানি ধারার রাজনীতি ছেড়ে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি এক সমাবেশে ভাষণকালে নির্বাচন প্রশ্নে সংলাপে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুমে বঙ্গবন্ধুর আদর্শ মূল্যায়ন ও গবেষণা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। সংগঠনের সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ। সুরঞ্জিত বলেন, সুষ্ঠু ধারার রাজনীতির বিষয়ে সংলাপ হতে পারে। তবে নির্বাচন নিয়ে সংলাপ শুধু নির্বাচনের কাছাকাছি সময়েই হতে পারে। সংবিধান লঙ্ঘন করে সংলাপ সম্ভব নয়। সংলাপ চান ভালো কথা, তবে আগে শর্ত মানুন, তার পরে সংলাপ। বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে তিনি বলেন, সংলাপের জন্য আপনাকে ডেকেছিলাম আপনি আসেননি। আপনি মানুষ মেরেছেন, গরু মেরেছেন অথচ সংলাপে যাননি। আওয়ামী লীগ সংলাপের বিরোধী নয়। সংলাপ হবে সংবিধান মেনে। সংবিধান মানলে বঙ্গবন্ধু মানতে হবে, মুক্তিযুদ্ধ মানতে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস মানতে হবে, স্বাধীনতাবিরোধী দল জামায়াতসহ এদের সঙ্গ ছাড়তে হবে, যুদ্ধাপরাধীদের বিচারকে সমর্থন করতে হবে। খালেদা জিয়ার সংলাপের প্রস্তাবকে ‘পৌষ মাসের ওয়াজ আষাঢ় মাসে’ অভিহিত করে তিনি বলেন, জেনারেটর লন্ডনে আর বাত্তি জ্বালান ঢাকায়— এটা চলবে না। জেনারেটর ঠিক করে বাত্তি জ্বালান, নইলে বিপদ।

সর্বশেষ খবর