শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ক্রীড়া ডেস্ক

ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন অন্ধ্রপ্রদেশের জেলা অনন্তপুরের আদালত। মামলাটি বেশ পুরনো। ২০১৩ সালে একটি ম্যাগাজিনের প্রচ্ছদে ধোনিকে দেখানো হয়েছিল দেবতা বিষ্ণুর রূপে। ওই প্রচ্ছদে ধোনির একাধিক হাত ছিল। আর প্রতিটি হাতে বিজ্ঞাপন নির্মাতা কোম্পানির বিভিন্ন পণ্য রাখা ছিল। ভারতে ক্রিকেটকে ধর্ম জ্ঞান করা হয়। তাই ক্রিকেটারদের দেবতার আসনে বসাতে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু সমস্যা হচ্ছে, ধোনির এক হাতে ছিল জুতা। আর এই জুতা নিয়েই ঝামেলার শুরু। দেবতার হাতে জুতা রাখা মানে দেবতাকে অপমান করা— এই ধারণা থেকেই ওই সময় ভারতজুড়ে ধর্মীয় কট্টরপন্থিরা আন্দোলন করেছিল। ওই সময়েই জয় কুমার হিরেমাথ নামে এক সমাজকর্মী মামলা করেন। সেটি ফৌজদারি মামলা হিসেবেই দায়ের করা হয়েছিল। যদিও উচ্চ আদালত ধোনিকে ফৌজদারি মামলার হাত থেকে রেহাই দিয়েছেন। তখন আদালত থেকে ধোনিকে সতর্কও করা হয়েছিল। ভবিষ্যতে এমন বিজ্ঞাপনে তারকারা অংশ না নেন, যা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। সেই মামলার জেরেই অন্ধ্রপ্রদেশের আদালত ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে ভারতীয় দল এখন অস্ট্রেলিয়া। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে ধোনিকে দেশে ফিরে আত্মসমর্পণ করতে হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

সর্বশেষ খবর