সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ইসলাম মসজিদে হামলা সমর্থন করে না

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

ইসলাম মসজিদে হামলা সমর্থন করে না

মাওলানা মঈনুদ্দীন রুহী

মসজিদে বোমা হামলা এবং অন্য ধর্মের অনুসারীদের ওপর হামলাকে ইসলাম সমর্থন করে না বলে দৃঢ় অভিমত ব্যক্ত করেছেন দেশের আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী। একই সঙ্গে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে একটি অশুভ শক্তি কাজ করছে বলেও তিনি দাবি করেন। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, মসজিদে বোমা হামলা অত্যন্ত দুঃখজনক। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একটি অশুভ শক্তি বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে উপস্থাপনের জন্য মসজিদে বোমা হামলা করছে। হেফাজতে ইসলাম এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না। আহমদিয়া মুসলিম জামাত ও অন্য ধর্মের অনুসারীদের ওপর হামলার বিষয়ে হেফাজতের এই নেতা বলেন, আহমদিয়া বা কাদিয়ানিরা এ দেশেরই নাগরিক। এ দেশে নিরাপদ বসবাসের সুযোগ তাদের মৌলিক অধিকার। অতীতে সব ধর্মের অনুসারীরা বাংলাদেশে সহাবস্থানে ছিলেন। আশা করি ভবিষ্যতেও তারা একইভাবে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করবেন। অন্য ধর্মের অনুসারীদের ওপর হামলার ঘটনার আমরা তীব্র নিন্দা করছি।

জঙ্গিরা যে স্টাইলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তা ইসলাম সমর্থন করে না জানিয়ে তিনি বলেন, জঙ্গি সংগঠনগুলো কীভাবে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায় সে বিষয়ে আমার পুরোপুরি জানা নেই। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলের প্রধান সবাই মুসলিম। তারা তো ইসলামের বাইরে গিয়ে কোনো কাজ করেন বলে আমার মনে হয় না। তবে আমরা চাই ইসলামসম্মতভাবে রাষ্ট্র পরিচালিত হোক। জঙ্গিরা বাংলাদেশে সন্ত্রাসী স্টাইলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, তা আমরা সমর্থন করি না। ইসলামও সন্ত্রাসী কার্যক্রম সমর্থন করে না। জঙ্গিরা ইসলামের অপব্যাখ্যা করছে বলে দাবি তার। জঙ্গিদের অনুসরণ করা পথ সঠিক নয় জানিয়ে মাওলানা রুহী বলেন, ইসলামের কথা বলে অনেকে ইসলামের অপব্যাখ্যা করছে। ইসলাম কখনো সন্ত্রাসকে সমর্থন করে না। যে পথ সন্ত্রাসের তা কখনো সঠিক হতে পারে না। হেফাজতে ইসলামের ১৩ দফা বিষয়ে তিনি বলেন, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি একটি দীনি সংগঠন। ইসলাম রক্ষা করতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বদ্ধপরিকর। ইসলাম রক্ষা ও প্রতিষ্ঠা করার জন্য আমাদের আন্দোলন চলমান। ১৩ দফা আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। হেফাজতে ইসলামের ভবিষ্যত্ কর্মসূচি বিষয়ে তিনি বলেন, নিকট ভবিষ্যতে আমরা কোনো বৃহত্ কর্মসূচি দিচ্ছি না। আমরা শানে রিসালাহ ও ওয়াজ মাহফিলের মাধ্যমে জনসচেতনতা তৈরি করছি। আমরা ধ্বংসাত্মক কর্মসূচিতে বিশ্বাস করি না। তাই ধ্বংসাত্মক কোনো কর্মসূচিও দেব না।

সর্বশেষ খবর