বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

কাউন্সিলের স্থান বরাদ্দ চেয়ে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক

দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। আগামী ১৯ মার্চ কাউন্সিলের সম্ভাব্য তারিখ রেখে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে এই বরাদ্দ চাওয়া হয়। এ ছাড়াও বিকল্প হিসেবে আরও দুটি স্থানের কথা ভাবছে দলটি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গতকাল সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাউন্সিল আয়োজনের জন্য বুকিং চেয়ে গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। ওই দিন যদি সেখানে অন্য কোনো প্রোগ্রাম থাকে, তাহলে অন্য কোনো বিকল্প স্থানেও সেটি হতে পারে। সে জন্য আরও দুটি জায়গায় বরাদ্দ চেয়ে পৃথকভাবে চিঠি দেওয়া হয়েছে। তবে আশা করি সরকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেই অনুমোদন দেবে। বিএনপি দফতরের অপর একটি সূত্র জানায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বিকল্প হিসেবে পল্টন ময়দান অথবা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের জন্যও চিঠি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ১৯ মার্চের পরিবর্তে ২০ অথবা ২১ তারিখেও সেটি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। গঠনতন্ত্র অনুসারে প্রতি তিন বছর অন্তর দলের এই কাউন্সিল হওয়ার কথা থাকলেও টানা সাত বছরের মধ্যে নানা কারণে কাউন্সিলের আয়োজন করতে পারেনি বিএনপি। এর আগেও দীর্ঘ ১৬ বছর পর ২০০৯ সালের ৮ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পঞ্চম জাতীয় কাউন্সিলের আয়োজন করে বিএনপি। সে কাউন্সিলে স্থায়ী কমিটি পুনর্গঠন করার মাধ্যমে ১২ জন নতুন মুখ স্থান পায়।

তবে গঠনতন্ত্র অনুযায়ী ২০১০ সালের জানুয়ারি মাসে বর্ধিত সভার আদলে এক অনুষ্ঠানে পরবর্তী ৩ বছরের জন্য ৩৮৬ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি পুনর্গঠন গঠন করা হয়।

সর্বশেষ খবর