বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

চ্যাম্পিয়নরা ধরাশায়ী দুর্দান্ত শুরু যুবাদের

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ যুব দলের জয় দিয়ে পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। গতকাল যুব বিশ্বকাপের ১১তম আসরের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ মাঠে গড়িয়েছে। স্বাগতিক বাংলাদেশ ৪৩ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে। একই দিন সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ২৯৯ রানে হারিয়েছে ফিজিকে। আজ যুব বিশ্বকাপের দ্বিতীয় দিন চারটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনবারের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জায়গায় হঠাত্ সুযোগ পায় আয়ারল্যান্ড। নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে নিউজিল্যান্ড-নেপাল ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ এবং জেলা স্টেডিয়ামে খেলবে শ্রীলঙ্কা ও কানাডা।

২০০৪ সালে প্রথমবার যুব বিশ্বকাপের আয়োজন করেছিল বাংলাদেশ। সেবার কাপ পর্বে খেললেও চ্যাম্পিয়ন হয়েছিল প্লেট পর্বে। হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। এবার নিরাপত্তার অজুহাতে আসেনি অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয়বারের মতো স্বাগতিক হয়ে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। কাল সেই স্বপ্নের সূচনা ম্যাচে হারিয়েছে প্রোটিয়াস যুবাদের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নাজমুল হাসান শান্তর ৭৩ রানে ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রান করে মিরাজ বাহিনী। জবাবে মিরাজ, সাইফুদ্দীন, শাওন ও সাঈদদের সাঁড়াশি স্পিন আক্রমণে ১৯৭ রানে ইনিংস শেষ হয় বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার। হারলেও সেঞ্চুরি করে ওপেনার লিয়াম স্মিথ। খেলেন ১০০ রানের ইনিংস। এম এ আজিজ স্টেডিয়ামে লরেন্স ও বার্নহামের জোড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৭১ রান করে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। জবাবে ফিজির ইনিংস শেষ হয় মাত্র ৭২ রানে। লরেন্স খেলেন ১৭৪ রানের ইনিংস এবং বার্নহাম করেন ১৪৮ রান। 

সর্বশেষ খবর