শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত দুই র‌্যাব সদস্য, আহত ৬

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত দুই র‌্যাব সদস্য, আহত ৬

নারায়ণগঞ্জে আড়াইহাজারে গতকাল ট্রাকের সঙ্গে সংঘর্ষে ধুমড়ে-মুচড়ে যায় র্যা বের পিকআপ। এতে বাহিনীর দুই সদস্য নিহত হন। —বাংলাদেশ প্রতিদিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে র‌্যাবের টহল পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে র‌্যাবের ২ সদস্য নিহত ও ৬ সদস্য আহত হয়েছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বেলা ১১টায় র‌্যাবের পিকআপ ভ্যান  (ঢাকা মেট্রো-ম-০২-২৪১১) নরসিংদীর দিকে যাওয়ার পথে আড়াইহাজারের পুরিন্দা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১১-১৮০২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে র‌্যাবের পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। র‌্যাব-১১ এর সার্জেন্ট আবুল মুনসুর আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন ডিএডি আবদুল খান বাদল, বিজিবি সদস্য আজাহার, র‌্যাবের পিকআপ চালক সোহেল রানা, এসআই মাহফুজ, এএসআই নিজাম, কনস্টেবল রাসেল, আনসারের নায়েক জয়নাল। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়। দুপুর ২টায় সেখানে সোহেল রানার মৃত্যু ঘটে। ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত র‌্যাব সদস্যদের প্রথমে রূপগঞ্জের ভুলতাস্থ আল রাফি মেমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমইএচে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে এলাকাবাসী জড়ো হলে ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে র‌্যাবের সিইও লে. কর্নেল আনোয়ার লতিফ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সার্জেন্ট আবুল মনসুর আহমেদ ও সোহেল রানার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর