শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আলাদা বিমানে চট্টগ্রামে এরশাদ ও রওশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং দলের প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে এসেছেন চট্টগ্রামে। গতকাল ওই অনুষ্ঠানে উপস্থিত হতে সকালে এরশাদ ও বিকালে রওশন এরশাদ বিমানযোগে পৃথকভাবে চট্টগ্রাম এসেছেন। দলের ভাইস প্রেসিডেন্ট মোরশেদ মুরাদ ইব্রাহিমের ছেলের সঙ্গে নোয়াখালী আওয়ামী লীগের এমপি একরামুল করিমের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল নগরীর ‘র‌্যাডিসন ব্লু’ হোটেলে। এ সময় দলের আরও শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে বিমানবন্দরে পৃথকভাবে প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপিসহ জাতীয় পার্টির নেতারা দলের এ শীর্ষ নেতাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেন বলে জানান নগর জাপার সাধারণ সম্পাদক এয়াকুব হোসেন। তিনি বলেন, শুক্রবার ও শনিবার পার্টি চেয়ারম্যান কয়েকটি ঘরোয়া কর্মসূচিতে অংশ নেবেন। তাই জনসভার মতো কোনো কর্মসূচি নেই। জাপার ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম ও সংসদ সদস্য মাহজাবীন মোরশেদের ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন। আজ শনিবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রাতে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভাও করেন। তবে দলের চেয়ারম্যানের সকালে চট্টগ্রাম কাজ থাকায় তিনি আগেই চলে এসেছেন। পরে রওশন এরশাদসহ শীর্ষ নেতারা এসেছেন বলে তিনি জানান। দলীয় সূত্রে জানা যায়, সকালে দলের চেয়ারম্যান এরশাদ এসেছেন। বিকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদও আসেন। বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবে নগর জাতীয় পার্টির উদ্যোগে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করলেও পৃথকভাবে আরেকটি সংবাদ সম্মেলন করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ। এরপর রাতে রওশন এরশাদের সঙ্গে নগর, উত্তর, দক্ষিণ জেলা জাতীয় পার্টির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রওশন এরশাদ বলেন, চট্টগ্রামের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। একই সঙ্গে ইউপি নির্বাচনের বিষয়টিও মাথায় রেখে প্রস্তুতি নিতে বলেন নেতা-কর্মীদের।

সর্বশেষ খবর