শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধু-জিয়া বিরোধ ছিল না

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু-জিয়া বিরোধ ছিল না

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের ‘অনেক বড় নেতা’ অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘জিয়াউর রহমানও বড় নেতা। বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানের মধ্যে কোনো কনফ্লিক্ট ছিল না।’ তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নাম নিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধু তাকে বীরউত্তম উপাধি দেন। তাকে সেনাবাহিনীর উপ-প্রধান করেন। যারা বাংলাদেশকে ‘ভালো দেখতে চায় না’ তারাই এখন বিরোধের কথা আনছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেও দাবি করেন সাবেক এই সেনাপ্রধান। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর ব্যাপারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, হায়দার আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, শিরিন সুলতানা, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, গোলাম  মোস্তফা ভুঁইয়া প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে মাহবুবুর রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আজ মানুষ শঙ্কিত। পুলিশ বাহিনীর দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা। কিন্তু আমরা কী দেখি? পুলিশ চাইছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে থাকতে। তারা চায় পুলিশ ডিভিশন। তারা চায় ব্যাংক, তারা কত কিছু চায়! এটা কর্তৃত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ। পুলিশ তো কর্তৃত্ববাদী হতে পারে না। তারা জনগণের সেবক। দুষ্টের দমন, শিষ্টের পালন— এটাই পুলিশের একমাত্র ধর্ম। 

মহিলা দলের মানববন্ধন : এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের আদালতগুলো আজ স্বাধীনভাবে কাজ কতে পারছে না।

সর্বশেষ খবর