রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

তবু খেলবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

দুপুর পর্যন্ত সব কিছু ঠিকঠাক। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এশিয়া কাপের স্বপ্নের ফাইনাল নিয়ে কথা বলেন। জানান, ভারতের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে গোটা দল। সবাই ফিট। কোনো সমস্যা নেই। অধিনায়কের মুখে এমনটি শোনার পর টেনশন বলতে নেই কারও। কিন্তু হঠাৎ বিকালে শোনা গেল ঊরুর কুঁচকিতে টান পড়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। মাথায় বাজ পড়ার মতো অবস্থা! তাহলে আজকের হাইভোল্টেজ ফাইনালে খেলতে পারবেন না সাকিব? এমন সন্দেহের দোলাচালে যখন দুলতে শুরু করেছে গোটা দেশ, তখন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও বায়েজিদুল ইসলাম আশ্বস্ত করেন। বলেন, সাকিবের চোট আহামরি নয়। আজকের ফাইনাল খেলতে কোনো সমস্যা নেই তার। সাকিব চোট পান শুক্রবার অনুশীলনে। অনুশীলনে বলের আঘাত পান কুঁচকিতে। আঘাত পাওয়ার পর সাকিব বরফ দেন সেখানে। বরফ দেওয়ার পরও কাল ব্যথাটা রয়ে যায় সাকিবের। ফলে আজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় সাকিবকে। তখনই সন্দেহ মাথাচাড়া দেয়। খুঁড়িয়ে হাঁটলেও কাল অনুশীলনে ব্যাটিং করেন সাকিব। এটা দেখেই নিশ্চিত হয় টিম ম্যানেজমেন্ট। অনুশীলন শেষে ফিজিও বায়েজিদ বলেন, ‘শুক্রবার অনুশীলন করার সময় বাম ঊরুর মাংসপেশিতে আঘাত পান সাকিব। বল লাগায় আঘাতটা একটু বেশি। ব্যথাটা এ জন্যই করছে এখনো। তবে মারাত্মক কোনো চোট নয়। এ ধরনের চোট সারতে পুরোপুরি ৪৮ ঘণ্টা লাগে। আমার মনে হচ্ছে ফাইনাল খেলতে সাকিবের কোনো সমস্যা হবে না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর