রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় বিজেপি নেতা

কূটনৈতিক প্রতিবেদক

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় বিজেপি নেতা

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ন্যাশনাল সেক্রেটারি রাম মাধব সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার দেন —বাংলাদেশ প্রতিদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। গতকাল বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ প্রশংসা করেন। সাক্ষাতে রাম মাধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করতে গিয়ে বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা এসেছে। আপনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে, তা অতুলনীয়। এর আগে গতকাল বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে শেষ হয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের সপ্তম আসর। গণভবনে সাক্ষাৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ‘সাক্ষাতে বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার সরকার দুই দেশের সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়। স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময়ে বাংলাদেশের গণতন্ত্রের ওপর আঘাত আসার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, তার দল আওয়ামী লীগ গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেনি। আওয়ামী লীগই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। জনপ্রতিনিধিদের সর্বনিম্ন ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২২ মার্চ এই নির্বাচন শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন ভারতের পঞ্চায়েত নির্বাচনের মতো। বাংলাদেশের গণতন্ত্র বিষয়ে কথা বলতে গিয়ে রাম মাধব বলেন, এখানে রাজনৈতিক দলগুলোকে ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায়’ সঠিক পথে চলতে হবে। যেমন, নির্বাচনে অংশগ্রহণ করলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা প্রমুখ। এর আগে বিকালে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-ভারত সংলাপের সমাপনী দিনের সপ্তম সেশনে পেশ করা মূল প্রবন্ধে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, সীমান্তে একটি হত্যাও গ্রহণযোগ্য নয়। ভারত এবং বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীই এ বিষয়ে একমত। বিএনপি সরকারের সময় সীমান্তে তিন শতাধিক হত্যার ঘটনা ঘটেছে। সেই তুলনায় আওয়ামী লীগের আমলে এখন হত্যাকাণ্ড কমেছে।

সর্বশেষ খবর