রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

চার মূলনীতি বাস্তবায়ন করতে হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চার মূলনীতি বাস্তবায়ন করতে হবে

অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধি নিশ্চিত করতে ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতি বাস্তবায়ন করতে হবে। তিনি গতকাল দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে ড. সোবহান আরও বলেন, সুখী-সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে? নতুন প্রজন্মকে অধিকতর দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশ মানবসম্পদ উন্নয়নে অনেক অগ্রসর হয়েছে। কিন্তু এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। গণতান্ত্রিক পদ্ধতিতে সব মানুষের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এতে দেশের অর্থনৈতিক মুক্তি আসবে এবং গড়ে উঠবে সামাজিক সমৃদ্ধি। এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রায় ২০ হাজার অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছি। প্রতিটি বিলবোর্ডের পেছনে তিনজন মাস্তান থাকলে আমার এখন শত্রুর সংখ্যা ৬০ হাজার। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে হয়তো অনেক কিছু হবে, অনেক কিছু পাব, তবে আর কখনো আমার ছাত্র হয়ে ওঠা হবে না।

সর্বশেষ খবর