রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বিচারের অভাবে শিশু হত্যা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

বিচারের অভাবে শিশু হত্যা বেড়েছে

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, অপরাধীদের সঠিক বিচার না হওয়ায় বাংলাদেশে শিশু নির্যাতন ও হত্যাকাণ্ড বেড়ে গেছে। সব শিশু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হওয়া দরকার। গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তনে লোক প্রশাসন বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে ‘গভর্ন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, রাজধানীর বনশ্রীতে মা তার দুই শিশুকে হত্যা করবে এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না। এখানে বিশেষজ্ঞদের কাজে লাগানো উচিত। এ হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, সরকারকে এর তদন্ত করে দেখা খুবই প্রয়োজন। তিনি বলেন, শিশু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। রাষ্ট্রের উচিত সব শিশু হত্যাকাণ্ড  ও নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করে রায় দেওয়া। তা না হলে শিশু হত্যাকাণ্ড বন্ধ হবে না। 

সর্বশেষ খবর