সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সবার চোখ ছিল মিরপুরে

লাকমিনা জেসমিন সোমা

তিন দিন ধরেই মিরপুর স্টেডিয়ামের আশপাশে ঘুরঘুর করেছেন ক্রিকেটপ্রেমীরা। রাতভর লাইনে দাঁড়িয়ে কিংবা সারা দিন রোদে পুড়ে কেউ টিকিট পেয়েছেন, কেউ পাননি। তাই বলে থেমে থাকেনি খেলা দেখা। খেলা শুরুর আগেই হঠাৎ বৃষ্টিও দৃষ্টি ফেরাতে পারেনি ক্রিকেটপ্রেমীদের। বরং দ্বিগুণ উৎসাহে গতকাল ১৬ কোটি মানুষের চোখ ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। রাজধানীর অলি-গলি রাস্তাঘাট কিংবা ভার্চুয়াল জগতের প্রতিটি পথ গিয়ে মিশেছিল মিরপুরে। সবার চোখ ছিল মাশরাফিদের দিকে। রাজধানী ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশজুড়ে ছিল জনসমুদ্র। খেলা শুরুর আগ মুহূর্ত পর্যন্ত ছিল একই চিত্র। এমনিতেই এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনাল, তারপর বাংলাদেশ-ভারতের খেলা বলে কথা! সবার একটাই আকাঙ্ক্ষা— মাঠে বসে সরাসরি টাইগারদের খেলা দেখবেন। কিন্তু তাই বলে কি আর ১৬ কোটি দর্শকের এক মাঠে জায়গা হয়? আবার, দৈনন্দিন জীবনের সব ঝক্কি-ঝামেলা ছেড়ে সবার কি সম্ভব হয় মাঠে গিয়ে খেলা দেখা? হয় না। সাধ থাকলেও অনেক সময় সাধ্যে কুলায় না। কিন্তু তাই বলে বাংলাদেশিদের মতো ক্রিকেটপ্রেমীদের পক্ষে মাশরাফিদের খেলা মিস করাও তো যায় না। আর সে কারণেই গতকাল বাড়িঘর, অফিস-আদালত যে যেখানে ছিলেন কাজের ফাঁকে, সবকিছুর ঊর্ধ্বে সবার নজর ছিল টেলিভিশনের পর্দায়। শেরেবাংলা স্টেডিয়ামে। কেউ কেউ কান পেতেছেন এফএম রেডিওতে। খেলার খবর পেতে ভার্চুয়াল জগতে গিয়ে ঘন ঘন চেক করেছেন বিভিন্ন অনলাইন মিডিয়া। খেলা শুরুর আগে হঠাৎ বৃষ্টিতে অনেকটা হতাশা নেমে আসে দর্শকদের চোখে। তবুও স্টেডিয়াম থেকে শিশু-কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ কারোরই নজর সরাতে পারেনি বৈরী প্রকৃতি। বরং উল্টো দ্বিগুণ আগ্রহ নিয়ে সবাই তাকিয়ে ছিলেন মাঠে। কেবল অফিস-আদালতেই নয়, গতকাল রাজধানীর অলিতে-গলিতে ছিল খেলা দেখার আমেজ। মিরপুর স্টেডিয়ামের আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে বসানো হয় বিশাল আকৃতির সব প্রজেক্টর। অনেকে নিজ উদ্যোগেই এ আয়োজন করেন। রাস্তার পাশের চায়ের দোকানদার থেকে শুরু করে পথচারী কিংবা হকার সবার দৃষ্টি ছিল সেসব প্রজেক্টরে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এমন কি লোকে লোকারণ্য ছিল ইলেকট্রনিক্স পণ্যের দোকানগুলোর সামনেও। শোরুমগুলোর কাচের ভিতরে চলা সব টেলিভিশনের পর্দায় ছিল মাশরাফিদের হুঙ্কার। সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা : বাংলাদেশ- ভারত ক্রিকেট খেলা নিয়ে সোস্যাল মিডিয়ায় ছিল উত্তেজনা। দেশের প্রতি ভালবাসার টানে প্রায় সবাই ফেসবুকের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। বাংলাদেশের জার্সি পড়ে ছবি আপলোড করেছেন।  টাইগারদের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন অনেকে । আরো নানাভাবে সোস্যাল মিডিয়া ছিল সরব।  খেলা দেখার জন্য যারা বিকেল থেকে মাঠে গিয়ে বসে ছিলেন তারা নিজেদের ছবি তুলে ফেসবুকে পোষ্ট করেছেন। আবার ঝড় ও বৃষ্টিতে খেলা যখন প্রায় অনিশ্চিত হয়ে পড়ে তখন সবাই ছিল মন। মনের কষ্টের কথাও আবেগঘনভাবে প্রকাশ করেছেন অনেকে ফেসবুকের পাতায়।

সর্বশেষ খবর