সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত খালেদা তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন পদে টানা চতুর্থবার পুনর্নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন লন্ডনে অবস্থানরত তারেক রহমান। দলের এই শীর্ষ দুই পদে মা ও ছেলের বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় দুজনকেই গতকাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বিএনপির কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার এ ঘোষণা দেন। ২০০৯ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলের সাত বছর পর আগামী ১৯ মার্চ দলটির ষষ্ঠ কাউন্সিলের ঘোষণা দেওয়া হয়। সম্মেলনের প্রাথমিক প্রক্রিয়া হিসেবে প্রথমে চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গত ২ ও ৩ মার্চ মনোনয়নপত্র বিতরণ করা হয়। কিন্তু এ দুই পদে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেননি। ৪ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ের পর গতকাল বিকালে প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য যথাক্রমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান একক বৈধ প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন বেগম খালেদা জিয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন পদে এবং তারেক রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে আগামী তিন বছরের জন্য নির্বাচিত ঘোষণা করছে। নির্বাচনের এই ফলাফল চূড়ান্ত অনুমোদনের জন্য দলের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় জাতীয় কাউন্সিল অধিবেশনে উপস্থাপন করা হবে। এ সময় নির্বাচন কমিশনের সদস্য হারুন আল রশীদ, সদস্য সচিব ব্যারিস্টার আমীনুল হক, রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম খান, সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল মান্নানও সংবাদ সম্মেলনে ছিলেন। খালেদার মনোনীত নির্বাচনী এজেন্ট দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং তারেক রহমান মনোনীত নির্বাচনী এজেন্ট দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যালয়ে উপস্থিত দলের নেতা-কর্মীরা ‘খালেদা জিয়া ও তারেক রহমান স্বাগতম’ বলে স্লোগান দেন এবং মিষ্টি বিতরণ করেন। প্রসঙ্গত, ১৯৮২ সালে দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর ১৯৮৪ সালে প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। সেই থেকে তিনি এ পদে রয়েছেন। এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর তার নেতৃত্বে তিন দফা সরকার গঠন করে বিএনপি। ২০০৯ সালে অনুষ্ঠিত বিএনপির কাউন্সিলে প্রথম সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন তারেক রহমান। এরও প্রায় এক যুগ আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজনীতিতে যুক্ত হন তিনি। ওয়ান-ইলেভেনের জরুরি অবস্থার সময় গ্রেফতার হন তারেক। এরপর জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তারেক রহমান।

সর্বশেষ খবর