সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশে গণতন্ত্র আন্তর্জাতিক মানে উন্নীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে গণতন্ত্র আন্তর্জাতিক মানে উন্নীত

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, বর্তমানে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে। ফলে দুটি আন্তর্জাতিক পার্লামেন্টারি ফোরাম সিপিএ ও আইপিইউর প্রধান বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাত্কালে তারা দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। ভারতের রাষ্ট্রপতি লোকসভার আমন্ত্রণে ‘ভারতের মহিলা আইনপ্রণেতাদের জাতীয় সম্মেলন’-এ যোগ দেওয়ার জন্য স্পিকার ও সিপিএ চেয়ারপারসনকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় স্পিকারও তাকে সময় দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। ভারতের রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ঘটছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখায় বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ঝুলে থাকা সীমান্ত চুক্তি বাস্তবায়ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে ভারতের রাষ্ট্রপতি প্রণব বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চুক্তি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। তাই তার স্বল্পকালীন শাসনামলে তিনি এ চুক্তি করতে পেরেছিলেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে ভারত ও বাংলাদেশের সীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে। এই চুক্তি বাস্তবায়ন করতে পেরে ভারতও আনন্দিত। এ সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমানেও বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক সৌহার্দ্যপূর্ণ। ভবিষ্যতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। এসব বিষয়ে আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে এবং আশা করছি সহসাই এসব সহযোগিতার দ্বার উন্মুক্ত হবে। স্পিকার ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের পার্লামেন্ট ও এর সদস্যদের মধ্যে আরও নিবিড় সম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এর ফলে উভয় দেশের জনগণ ও গণতন্ত্র উপকৃত হবে। উল্লেখ্য, ভারতের নারী এমপিদের একটি সম্মেলনে অংশ নিতে ৩ মার্চ দিল্লি যান স্পিকার। আজ তার দেশে ফেরার কথা রয়েছে।

সর্বশেষ খবর