সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

টুর্নামেন্ট সেরা সাব্বির

ক্রীড়া ডেস্ক

টুর্নামেন্ট সেরা সাব্বির

এশিয়া কাপ জয়ের স্বপ্নটা অধরাই রয়ে গেল। উৎসাহ-উদ্দীপনার শেষ হয়েছে ভারতের কাছে পরাজয়ের মধ্য দিয়ে। গত ফুটবল বিশ্বকাপে মেসি যেমন শিরোপাবঞ্চিত হয়েও জিতেছিলেন টুর্নামেন্টসেরা ফুটবলারের ট্রফি গোল্ডেন বল, তেমনি সাব্বির রহমান ফাইনাল হেরেও জিতলেন সিরিজসেরার পুরস্কার। সাব্বির পুরো টুর্নামেন্টেই অসাধারণ ব্যাটিং করেছেন। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে তার ৫৪ বলে করা ৮০ রানের ইনিংসটা ছিল অসাধারণ। বলতে গেলে সেদিন সাব্বিরই জিতিয়েছিলেন দলকে। এশিয়া কাপে সবমিলিয়ে ১৭৬ রান করেছেন সাব্বির। আর এতেই তার হাতে উঠল টুর্নামেন্টসেরা পুরস্কার। আর এদিকে ফাইনালের সেরা নির্বাচিত হয়েছেন শেখর ধাওয়ান। বলা যায় ধাওয়ানের কাছেই পরাজিত হয়েছে বাংলাদেশ। ৪৪ বলে ৬০ রান করে তিনিই বাংলাদেশের ছুড়ে দেওয়া কঠিন লক্ষ্যে পৌঁছে দেন ভারতকে। ৯ চার আর ১ ছক্কা মেরেছেন ধাওয়ান। তার এ দুর্দান্ত ব্যাটিংই তাকে ম্যাচসেরা নির্বাচিত করেছে। এশিয়া কাপের দ্বাদশ ফাইনালের সেরা ক্রিকেটার শেখর ধাওয়ানই।

সর্বশেষ খবর