শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশের সঙ্গে অভিবাসী সমস্যার স্থায়ী সমাধান সম্ভব : সুষমা

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের সঙ্গে অভিবাসী সমস্যার স্থায়ী সমাধান সম্ভব : সুষমা

বাংলাদেশ অভিবাসী সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ককেই কাজে লাগাতে চায় ভারত। গতকাল আসামের মরিগাঁওয়ে বিজেপি প্রার্থী রমাকান্ত দেউড়ির সমর্থনে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ‘বর্তমানে দুই দেশের মধ্যে যে সুসম্পর্ক তা অতীতে কখনো ছিল না। এ সুসম্পর্ক কাজে লাগিয়েই বিজেপি অভিবাসী সমস্যা চিরতরে সমাধান করে ফেলবে।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভিবাসী সমস্যাটি আমাদের দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত। এ ইস্যুকে আমরা ভোটব্যাংকের স্বার্থে ব্যবহার করি না। আমরা নিশ্চিত করছি যে, এ সমস্যার স্থায়ী সমাধান করব।’ নির্বাচন এলেই অভিবাসী সমস্যা নিয়ে সরগরম হয়ে ওঠে আসামের রাজনীতি। কয়েক দশক ধরে বিরোধী রাজনৈতিক দলগুলো আসামের কংগ্রেস সরকারকে অভিবাসী ইস্যুকে ভোটব্যাংকের স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ তুলে আসছে। কয়েক দিন আগেই আসাম সফরে এসে নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাজনাথ সিং, অমিত শাহ প্রত্যেকেই এ ইস্যুটিকে প্রচারণার হাতিয়ার করেছেন। সুষমা স্বরাজ আরও জানান, ‘ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, পরিবর্তে প্রতিবেশী এই রাষ্ট্রের কাছ থেকে ইন্টারনেট সংযোগ পেয়েছি।’ প্রসঙ্গত, ১২৬ আসনবিশিষ্ট আসাম বিধানসভার নির্বাচন শুরু হচ্ছে ৪ এপ্রিল।

সর্বশেষ খবর