মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত নেই

প্রতিদিন ডেস্ক

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি। ভিসেরা রিপোর্টেও তাকে বিষ প্রয়োগের কোনো আলামত পাওয়া যায়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে তনুর নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে গতকাল বিভিন্ন স্থানে ছাত্র ধর্মঘট, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— কুমিল্লা : কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি। পাওয়া যায়নি তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ। ভিসেরা রিপোর্টেও তাকে বিষ প্রয়োগের কোনো আলামত পাওয়া যায়নি। গতকাল বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা তার ব্যক্তিগত চেম্বার নগরীর বাদুরতলায় সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. শারমিন সুলতানা দুপুরে তার কাছে রিপোর্ট জমা দিয়েছেন। তিনি রিপোর্ট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কর্মকর্তাকে ফোন করেছেন। তারা যে কোনো সময় এসে রিপোর্টটি নিতে পারবেন। তিনি বলেন, ২-৫ ভাগ ময়নাতদন্তে মৃত্যুর নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। কোনো প্রভাবে রিপোর্ট এমন হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কোনো প্রভাব ময়নাতদন্তকে প্রভাবিত করেনি। চিকিৎসক যা পেয়েছেন তা উল্লেখ করেছেন। ডা. কামদা প্রসাদ সাহা বলেন, বোর্ড গঠন করে দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়েছে। কিছু আলামত পরীক্ষার জন্য চট্টগ্রাম প্রধান রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখানের রিপোর্ট পাওয়া সাপেক্ষে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হবে। এদিকে রবিবার রাত সাড়ে ১০টায় বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে ঢাকার সিআইডি টিমের সঙ্গে কুমিল্লার সিআইডি টিমের কয়েকজন সদস্যও ঢাকায় যান। সিআইডির দুটি দল ঢাকা সিআইডি অফিসে প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করবে বলে জানা গেছে। বরিশাল : তনু হত্যাসহ সব হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। গতকাল সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শারমিন জাহান পপি। রাজবাড়ী : তনু হত্যার বিচার দাবিতে গতকাল ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে বেলা ১১টায় শহরের সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে। তারা মিছিল শেষে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে। নীলফামারী : তনুর হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে জলঢাকা উপজেলা শহরে। বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। শেরপুর : তনুসহ সারা দেশে নারী, শিশু-আদিবাসী নির্যাতনসহ সব ধর্ষণ, হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে গতকাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টায় নিউমার্কেট মোড়ে নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানিকগঞ্জ : তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল দুপুর সোয়া ১২টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলা উদীচী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ক্ষেতমজুর সমিতি, খেলাঘরসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। উল্লেখ্য, ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার অদূরে জঙ্গলে তনুর লাশ পাওয়া যায়। ২১ মার্চ তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। হত্যার ১৫ দিনেও আইনশৃঙ্খলা বাহিনী মৃত্যুর কারণ নির্ণয় ও অপরাধীদের শনাক্ত করতে পারেনি।

সর্বশেষ খবর