মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সৎ রাজনীতিকরা এখন কোণঠাসা

শেখ আহসানুল করিম, বাগেরহাট

সৎ রাজনীতিকরা এখন কোণঠাসা

ড. ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, এখন রাজনীতি করাটা বিনিয়োগ। রাজনীতি এখন মুনাফা হয়ে দাঁড়িয়েছে। সৎ রাজনীতিকরা এখন কোণঠাসা। বর্তমান জাতীয় সংসদে যারা সদস্য নির্বাচিত হয়েছেন তাদের ৫৯ ভাগ ব্যবসায়ী। ড. ইফতেখার গতকাল স্থানীয় একটি হোটেলে বাগেরহাট সচেতন নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে কথা বলছিলেন।

তিনি বলেন, ক্ষমতার অপব্যবহারের ফলে দেশে দুর্নীতির রাজনৈতিক অর্থনীতি চালু রয়েছে। দুর্নীতি দূর করতে প্রয়োজন রাজনৈতিক কমিটমেন্ট। তা কেবল কাগজে-কলমে বা নির্বাচনী ইস্তেহারে লেখা থাকলে হবে না। দুর্নীতির ব্যাপকতা বন্ধে বাস্তবে কাজে লাগাতে হবে। সব দুর্নীতিবাজকে আইনের আওতায় আনতে হবে। এ দৃষ্টিভঙ্গি নিয়ে কে মন্ত্রী-এমপি, সরকারি আমলা-ব্যবসায়ী বা তাদের পরিজন দেখলে চলবে না। আইনের চোখে সবাইকে সমান দেখতে হবে। ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ বসু। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বিশ্বের সব দেশেই দুর্নীতি আছে। অনেক দেশে দুর্নীতির ব্যাপকতা কমেছে। টিআইবির দুর্নীতিবিরোধী আন্দোলন সত্ত্বেও বাস্তব অবস্থা হচ্ছে দেশে দুর্নীতি কমেনি, এর ব্যাপকতা বেড়েই চলেছে। ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, দুর্নীতি হচ্ছে একটি আন্তর্জাতিক সমস্যা। এক দেশের টাকা অন্য দেশে পাচার হয়ে যায়। সুইস ব্যাংক বলছে, বাংলাদেশ থেকে তাদের ব্যাংকে সব চেয়ে বেশি পাচারের টাকা জমা রয়েছে। আমাদের দেশের দুর্নীতি রোধ করা গেলে জিডিপি ৬ থেকে বেড়ে ১০ শতাংশে এসে দাঁড়াবে। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কার্যকর করা গেলে দেশে দুর্নীতি কমে আসত। কিন্তু প্রতিষ্ঠানটি দুর্নীতির মামলাগুলো সমান দৃষ্টিতে দেখছে না। তাই দেশ থেকে দুর্নীতি দূর করতে তরুণসমাজকেই এগিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর