মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

কাশ্মীরে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী

দীপক দেবনাথ, কলকাতা

কাশ্মীরে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী

জম্মু-কাশ্মীরের প্রথম মুসলিম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি। গতকাল রাজভবনে বেলা ১১টা নাগাদ তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল এন এন ভোরা। রাজ্যটির ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মেহবুবা (৫৬)। মুখ্যমন্ত্রীর সঙ্গেই শপথ নেন আরও ২২ জন মন্ত্রী। এর মধ্যে বিজেপির কয়েকজন এমএলএ আছেন। রাজ্যটির উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির নির্মল সিং। গত বছরের ১ মার্চ জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের পর সেখানে বিজেপি-পিডিপি জোট সরকার গঠিত হয়। রাজ্যটির মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন পিডিপি নেতা মুফতি মুহম্মদ সাইদ। চলতি বছরের ৭ জানুয়ারি মুফতি মুহম্মদ সাইদের আকস্মিক মৃত্যু হয়। অবশেষে গত ২২ মার্চ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাইদের মেয়ে মেহবুবা মুফতির জরুরি বৈঠকের পরই জোট সরকার গঠনের ব্যাপারে সবুজ সংকেত দেয় পিডিপি শিবির। এরপর গত ২৪ মার্চ পিডিপি পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হন মেহবুবা। ৮৭ সদস্য বিশিষ্ট জম্মু-কাশ্মীরে পিডিপির ২৭ জন বিধায়ক এবং বিজেপির বিধায়ক রয়েছেন ২৫ জন। পিডিপি সভাপতি জানান ‘ভূস্বর্গে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়ন ঘটানোই বিজেপি-পিডিপি সরকারের প্রধান লক্ষ্য হবে’।

সর্বশেষ খবর