মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

প্রচলিত আইনেই তনু হত্যার বিচার

সাভার প্রতিনিধি

প্রচলিত আইনেই তনু হত্যার বিচার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রচলিত আইনেই কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচার করা হবে। গতকাল সাভারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তনু হত্যার বিচারের জন্য নতুন আইনের প্রয়োজন নেই। এর আগে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছিলেন, তনু হত্যার ঘটনা একটি আধুনিক অপরাধ। পুরনো ফৌজদারি আইন দিয়ে এর সুষ্ঠু তদন্ত কিংবা বিচার সম্ভব নয়। এর দুদিন পরই স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য এলো। গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে আশুলিয়ায় উপ-পরিদর্শক মলয় কুমার সাহাকে উপমন্ত্রী আরিফ খান জয়ের মারধরের বিষয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি বলেন, একটি ঘটনার অভিযোগ এসেছে। এখন বিষয়টি প্রথমে তদন্ত করে দেখা হবে। ঘটনাটা কীভাবে হলো, কার গাফিলতি ছিল। সবকিছু দেখেই ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্রসংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ করান স্বরাষ্ট্রমন্ত্রী। গণবিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. এনামুর রহমান, উপাচার্য মেজবাহ উদ্দিন ও ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর